পাড়ায় পাড়ায়: চুনাপট্টি যুবক সংঘ শতবর্ষের পথে

গৌরব পাল

শুভ পঞ্চমীতে উদ্বোধন হয়ে গেল চুনাপট্টি যুবক সংঘ ক্লাবের প্রায় শতবর্ষের দিকে অগ্ৰসর হতে চলা দুর্গোৎসবের। উদ্বোধন করেন ৫৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর জীবন সাহা । এই করোনা পরিস্থিতিতে উপযুক্ত সমস্তরকম সরকারি বিধি মেনে আজকে পূজামন্ডপের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস‍্য সহ এলাকার কয়েকজন প্রবীন সদস‍্যগণ।১৭,সাউথ শিয়ালদহ রোড,কোলকাতা : ১৫ তে অবস্থিত এই ক্লাবটি বরবারই সুষ্ঠভাবে সকল পল্লীবাসীদেরকে নিয়ে এই দুর্গাপূজার আয়োজন করে থাকে। আগে এই স্থানটিতে কিছুটা অযত্ন ছিল, বর্তমানে এটি একটি সুন্দর পার্কে রূপান্তরিত হয়েছে। সকালে বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন, বিকেলে নির্দিষ্ট সময়ের জন‍্য শিশুরাও খেলাধুলো করে থাকে। আগে এখানে কোনোও থিমের মন্ডপ হতো না, পরবর্তীকালে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা থিমের ধাঁচ মন্ডপে লক্ষ‍্য করা যায়। এবারের প্রতিমা সাবেকি ধাঁচেই বিরাজমান, দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রত‍্যেকবছর বেশ আনন্দ করেই পাড়ার প্রবীন-নবীনের মেলবন্ধনে এই দুর্গোৎসব পালিত হয়,তবে এবার পরিস্থিতি আলাদা, আশা করি নিয়ম মেনে এবারেও সবাই সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারবেন।

আরও পড়ুন- মাত্র ৩ টাকায় মাস্ক, সস্তায় এন৯৫-ও! মাস্কের দাম বেঁধে দিল মহারাষ্ট্র সরকার

 

Previous articleগুরুংয়ের সঙ্গে কী বোঝাপড়া হয়েছে রাজ্য জানাক, দাবি অশোকের
Next articleছেলে বিএনপি করে শুনে মেয়ে দিতেও চায় না: ফখরুল