Saturday, August 23, 2025

সারেগামাপা-র চার বিচারকই কোভিড পজিটিভ, শোয়ের শুটিং ঘিরে জল্পনা

Date:

করোনায় আক্রান্ত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-র চার বিচারক। শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কক্কর‌। একসঙ্গে চার বিচারক করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরে শোয়ের শুটিং ঘিরে শুরু হয়েছে ব্যাপক গোলমাল।

কঠোরভাবে করোনা-বিধি মেনে চলার জন্য একাধিক বিচারক সংশ্লিষ্ট চ্যানেলকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত সংক্রমণ থেকে ছাড় পেয়েছেন শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এবং বিচারক জয় সরকার। তাছাড়াও অপর দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর হাল্কা জ্বর ছাড়া তেমন কোনও লক্ষণ নেই। এরইমধ্যে ইমন নিজের ফ্ল্যাটে পরিজনদের নিয়ে নীলাঞ্জনের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন।

সূত্রের খবর, শ্রীকান্ত আচার্য বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন। মনোময় ভট্টাচার্য সহ তাঁর বাড়ির সকলেই আক্রান্ত করোনায়।

এ দিন শ্রীকান্ত বলেন, কোনও উপসর্গ না-থাকলেও তাঁর কয়েকদিন ধরেই একটু কাহিল লাগছিল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তিনি কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। ১৬ তারিখ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছেন। এখনও কোনও উপসর্গ নেই। মনোময় জানান, ৯ দিন আগে আচমকাই প্রবল জ্বর আসে তাঁর। সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসকের পরামর্শ নিয়ে সপরিবারে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। বাকি দুই বিচারক অর্থাৎ আকৃতি কক্কর এবং মিকা সিং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও টলিপাড়ায় একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন-নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা, রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version