Wednesday, November 5, 2025

সারেগামাপা-র চার বিচারকই কোভিড পজিটিভ, শোয়ের শুটিং ঘিরে জল্পনা

Date:

করোনায় আক্রান্ত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-র চার বিচারক। শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কক্কর‌। একসঙ্গে চার বিচারক করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরে শোয়ের শুটিং ঘিরে শুরু হয়েছে ব্যাপক গোলমাল।

কঠোরভাবে করোনা-বিধি মেনে চলার জন্য একাধিক বিচারক সংশ্লিষ্ট চ্যানেলকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত সংক্রমণ থেকে ছাড় পেয়েছেন শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এবং বিচারক জয় সরকার। তাছাড়াও অপর দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর হাল্কা জ্বর ছাড়া তেমন কোনও লক্ষণ নেই। এরইমধ্যে ইমন নিজের ফ্ল্যাটে পরিজনদের নিয়ে নীলাঞ্জনের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন।

সূত্রের খবর, শ্রীকান্ত আচার্য বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন। মনোময় ভট্টাচার্য সহ তাঁর বাড়ির সকলেই আক্রান্ত করোনায়।

এ দিন শ্রীকান্ত বলেন, কোনও উপসর্গ না-থাকলেও তাঁর কয়েকদিন ধরেই একটু কাহিল লাগছিল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তিনি কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। ১৬ তারিখ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছেন। এখনও কোনও উপসর্গ নেই। মনোময় জানান, ৯ দিন আগে আচমকাই প্রবল জ্বর আসে তাঁর। সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসকের পরামর্শ নিয়ে সপরিবারে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। বাকি দুই বিচারক অর্থাৎ আকৃতি কক্কর এবং মিকা সিং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও টলিপাড়ায় একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন-নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা, রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version