Friday, November 14, 2025

ভাষণে ছিলো না দুর্গাপুজো,ভুল শুধরে বাংলায় টুইট মোদির, আর্জি ‘সঙ্গে থাকবেন’

Date:

মঙ্গলবারের ‘ভুল’ সংশোধন করতে বুধবার বাংলা ভাষায় টুইট করতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ওইদিনের ভাষণে নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, নানকজয়ন্তী, ছটপুজোর শুভেচ্ছা জানালেও প্রধানমন্ত্রীর ভাষণে দুর্গাপুজোর উল্লেখ ছিলো না৷ এর পরেই বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়৷ অভিযোগ ওঠে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জন্য প্রধানমন্ত্রী লম্বা শুভেচ্ছা জানালেও বাংলা তথা ভারতের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে তিনি ভুলে গিয়েছেন৷ বিতর্কের আঁচ পৌঁছে যায় দিল্লি৷ নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী৷ বাংলার ভোটের মুখে তাঁর যে মস্ত ভুল হয়ে গিয়েছে, বুঝতে পারেন৷ তারপর বুধবার সেই ভুল সংশোধন করতে টুইট করলেন তিনি, পুরোটাই বাংলা ভাষায়৷

কী লিখলেন প্রধানমন্ত্রী?

মোদি টুইটে বলেছেন, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভ’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামীকাল বেলা ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব | সঙ্গে থাকবেন’।”

পঞ্চমীর রাতে বাংলায় টুইট করে মোদির আর্জি ‘‘সঙ্গে থাকবেন’’ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ ‘‘শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’’-র মধ্যেও রাজনৈতিক বার্তা রয়েছে বলে অনেকের ধারনা৷ দুর্গাষষ্ঠীতেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজাতে চাইছেন মোদি, এমনই মনে করছে রাজনীতির মহল৷

আরও পড়ুন- ভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version