Thursday, August 21, 2025

শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী

Date:

Share post:

ঘাসফুল ছেড়ে পদ্মবনে কানন ফুটেছে অনেকদিন। তবে স্নেহের স্পর্শ তাতে কম হয়নি। এর প্রমাণ মিলেছে আগেই। ভাইফোঁটায় কলকাতা প্রাক্তন মেয়র বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে ফোঁটা নিতে যান। পাশে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি বৈশাখীকে নাকি বোনফোঁটাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবছর নিউ নর্মাল এই পুজোতে ‘দিদি’র কাছ থেকে গিফট পেলেন শোভন। ষষ্ঠীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঞ্জাবি পাঠিয়েছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে দক্ষিণ ভারত থেকে আনা শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী।

শোভন চট্টোপাধ্যায়কে কুর্তা পাঠানোর জন্য ধন্যবাদও জানান বৈশাখী। তিনি বলেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সেইসঙ্গে তিনি জানান ‘দিদি’কে শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী। ওই বিশেষ ধরনের শাড়ি তিনি লকডাউনের আগে বিশাখাপত্তনমে বেড়াতে গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন। পোনডুরু নামে এক গ্রামে তৈরি হয় এক বিশেষ ধরনের শাড়ি। সেই শাড়ি নাকি পরতেন জয়ললিতা-সহ দক্ষিণ ভারতের মহিলা রাজনীতিবিদরা। অতিমারির জন্য দেরিতে এসে পৌঁছলেও সেই শাড়িই মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বৈশাখী।

৮ সেপ্টেম্বর রাজ্য বিজেপির কর্মসমিতির তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের ঠাঁই হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। অথচ রাজ্য কমিটির নয়া তালিকায় অনেক নতুন মহিলা মুখ দেখা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হন শোভন। সংবাদমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেন তিনি। বৈশাখীর পদ না পাওয়াতেই যে ক্ষোভ তা বুঝেই শোভনের পাশাপাশি বৈশাখীর কাছেও পৌঁছে যায় বিজেপির রাজ্য কর্মসমিতি বৈঠকে যোগ দেওয়ার ভার্চুয়াল লিঙ্ক। তবে বিজেপির ইদানীংকালের কোনো বড় সভা বা বিক্ষোভ-আন্দোলনে দেখা যায়নি শোভন-বৈশাখী কাউকেই। নবান্ন অভিযানের দিনে একবারের জন্য এঁদের দুজনকে বিজেপির কর্মসূচিতে দেখা যায়নি। এরপর মুখ্যমন্ত্রীকে বৈশাখীর বিশেষ শাড়ি পাঠানো কীসের বার্তা? তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সন্তানদের জন্মদিনেই সুখবর দিলেন সঞ্জয় দত্ত, জানালেন ক্যানসারকে হারাতে পেরেছেন তিনি

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...