Tuesday, November 4, 2025

শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী

Date:

Share post:

ঘাসফুল ছেড়ে পদ্মবনে কানন ফুটেছে অনেকদিন। তবে স্নেহের স্পর্শ তাতে কম হয়নি। এর প্রমাণ মিলেছে আগেই। ভাইফোঁটায় কলকাতা প্রাক্তন মেয়র বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে ফোঁটা নিতে যান। পাশে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি বৈশাখীকে নাকি বোনফোঁটাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবছর নিউ নর্মাল এই পুজোতে ‘দিদি’র কাছ থেকে গিফট পেলেন শোভন। ষষ্ঠীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঞ্জাবি পাঠিয়েছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে দক্ষিণ ভারত থেকে আনা শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী।

শোভন চট্টোপাধ্যায়কে কুর্তা পাঠানোর জন্য ধন্যবাদও জানান বৈশাখী। তিনি বলেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সেইসঙ্গে তিনি জানান ‘দিদি’কে শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী। ওই বিশেষ ধরনের শাড়ি তিনি লকডাউনের আগে বিশাখাপত্তনমে বেড়াতে গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন। পোনডুরু নামে এক গ্রামে তৈরি হয় এক বিশেষ ধরনের শাড়ি। সেই শাড়ি নাকি পরতেন জয়ললিতা-সহ দক্ষিণ ভারতের মহিলা রাজনীতিবিদরা। অতিমারির জন্য দেরিতে এসে পৌঁছলেও সেই শাড়িই মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বৈশাখী।

৮ সেপ্টেম্বর রাজ্য বিজেপির কর্মসমিতির তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের ঠাঁই হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। অথচ রাজ্য কমিটির নয়া তালিকায় অনেক নতুন মহিলা মুখ দেখা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হন শোভন। সংবাদমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেন তিনি। বৈশাখীর পদ না পাওয়াতেই যে ক্ষোভ তা বুঝেই শোভনের পাশাপাশি বৈশাখীর কাছেও পৌঁছে যায় বিজেপির রাজ্য কর্মসমিতি বৈঠকে যোগ দেওয়ার ভার্চুয়াল লিঙ্ক। তবে বিজেপির ইদানীংকালের কোনো বড় সভা বা বিক্ষোভ-আন্দোলনে দেখা যায়নি শোভন-বৈশাখী কাউকেই। নবান্ন অভিযানের দিনে একবারের জন্য এঁদের দুজনকে বিজেপির কর্মসূচিতে দেখা যায়নি। এরপর মুখ্যমন্ত্রীকে বৈশাখীর বিশেষ শাড়ি পাঠানো কীসের বার্তা? তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সন্তানদের জন্মদিনেই সুখবর দিলেন সঞ্জয় দত্ত, জানালেন ক্যানসারকে হারাতে পেরেছেন তিনি

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...