চেতলায় ‘বড় মনের ছোট পুজো’য় পুষ্পাঞ্জলি দিলেন রাজ্যপাল

চেতলায় পরমহংস দেব রোডে এক ব্যতিক্রমী দুর্গাপুজার সাক্ষী রইল শহরবাসী। যেটা এই শহরের একমাত্র ছোটদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো। তিন ফুটের প্যান্ডেল আর দেড় ফুটের দুর্গা। এই পুজোকে বলা হচ্ছে “বড় মনের ছোট পুজো”!

আরও পড়ুন: অনলাইনে ‘ইচ্ছা’ জানালেই অষ্টমীর ভোগ বাড়ি পৌঁছে দেবে ‘চেতলা অগ্রণী’

আর রাজ্যপাল জগদীপ ধনকড় সপ্তমীর সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই পুজোটিকেই বেছে নিলেন। রাজ্যপাল ও তাঁর স্ত্রী রাজভবন থেকে ভার্চুয়ালি আড্ডা ও সপ্তমীর অঞ্জলি দিয়েও বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন। তাদের উৎসাহ দিলেন। তবে এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে ১০ বছরের একটি বাচ্চা। নাম অভীক পাঠক। তাঁর অসাধারণ চণ্ডীপাঠ শুনে মুগ্ধ রাজ্যপাল।

Previous articleঅনলাইনে ‘ইচ্ছা’ জানালেই অষ্টমীর ভোগ বাড়ি পৌঁছে দেবে ‘চেতলা অগ্রণী’
Next articleধুধু বালির নিচে আস্ত এক নদী, থরের পাঁজরে বিস্ময়কর অনুসন্ধান গবেষকদের