অনলাইনে ‘ইচ্ছা’ জানালেই অষ্টমীর ভোগ বাড়ি পৌঁছে দেবে ‘চেতলা অগ্রণী’

অনলাইনে আবেদন করলেই ‘চেতলা অগ্রণী’র মহাষ্টমী পুজোর ভোগ সরাসরি পৌঁছে যাবে বাড়িতে৷ করোনা- প্রোটোকল মেনেই ভোগ বাড়ির দরজায় পৌঁছে দিয়ে আসবেন ক্লাবের সদস্যরাই।

মাতৃভোগের আবেদন কীভাবে করতে হবে, তা জানিয়েছেন চেতলা অগ্রণীর শীর্ষকর্তা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি জানিয়েছেন, “আমাদের ওয়েবসাইটে www.chetlaagraniclub.com ঢুকে যে কেউ নাম-ঠিকানা জানিয়ে ভোগের জন্য আবেদন করতে পারেন”।

আরও পড়ুন: সংক্রমণের আশঙ্কায় ‘হাই অ্যালার্ট’ সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে

প্রসঙ্গত, চেতলা অগ্রণীর দেবী প্রতিমার চোখ এঁকেই পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাস আতঙ্কে এবার বাঙালির প্রাণের উৎসবের সিংহভাগই ‘ডিজিটাল৷ চেতলা অগ্রণী এবার ভোগও পৌঁছে দেবে অনলাইন-এর মাধ্যমে৷

Previous articleনেপথ্যে মমতার ক্যারিশ্মা, ফুলপাতি উৎসবে নেপালি-বাঙালি ঐক্যের বার্তা
Next articleচেতলায় ‘বড় মনের ছোট পুজো’য় পুষ্পাঞ্জলি দিলেন রাজ্যপাল