নেপথ্যে মমতার ক্যারিশ্মা, ফুলপাতি উৎসবে নেপালি-বাঙালি ঐক্যের বার্তা

বিমল গুরুং শান্তির পথে ফিরেছেন। আর তাই পাহাড় ও সমতলের শান্তিকামী মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। এমন আবহে নেপালিভাষীদের ফুলপাতি উৎসবে সামিল হলেন বাংলাভাষীরাও। সব মিলিয়ে শুক্রবার মহাসপ্তমীতে মহামিলনের ছবি দেখা গেল পাহাড় ও লাগোয়া সমতলে।

নয় রকমের ফুল ও পাতা দিযে দেবীবরণের উৎসবই হল ফুলপাতি উৎসব। ফি বছর সপ্তমীর দিন মহা সমারোহে পাহাড় ও লাগোয়া সমতলে এই ফুলপাতি উৎসবে মেতে ওঠেন নেপালিভাষী সম্প্রদায়ের মানুষ। তাতে শামিল হন নানা সম্প্রদায়ের লোকজনও। শুক্রবার শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় নেপালিভাষীরা ফুলপাতি উৎসব পালন করতে সকালেই পথে নামেন। বর্ণাঢ্য মিছিল করে দেবীবরণ করেন তাঁরা। দার্জিলিং পাহাড় জুড়ে নানা এলাকায় ফুলপাতির মিছিল হয়।

ঘট স্থাপনের পরে টানা ছ’দিন নানা অনুষ্ঠানের পরে মহাসপ্তামীর দিন দেবীবরণ করেন নেপালি ভাষীরা। নেপালে এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। শিলিগুড়িতেও ফি বছর ফুলপাতি উৎসবে মাতেন এলাকাবাসী। শুক্রবার সকাল থেকে দুপুর অবধি একাধিক ফুলপাতির মিছিল দেখা যায় শিলিগুড়ি মহকুমা অঞ্চলে।

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: বিধি মেনে এবার অন্যরকম পুজো বয়ারমারি স্টার ইউনিট ক্লাবের

Previous articleসপ্তমীর দুপুরে খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব
Next articleঅনলাইনে ‘ইচ্ছা’ জানালেই অষ্টমীর ভোগ বাড়ি পৌঁছে দেবে ‘চেতলা অগ্রণী’