সংক্রমণের আশঙ্কায় ‘হাই অ্যালার্ট’ সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে

পুজোয় সংক্রমণের আশঙ্কায় ‘হাই অ্যালার্ট’-এ সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম৷

প্রশাসনিক সিদ্ধান্ত:

  • পুজোর সময় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি বাতিল।
  • পুজোয় যাবতীয় সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ খোলা থাকছে৷
  • রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের অফিস খোলা থাকছে।
  • পুজোয় স্বাস্থ্যভবন কন্ট্রোল রুমের পরিকাঠামোও বাড়ানো হয়েছে।
  • পাশাপাশি পুজোর ক’দিন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের পরিষেবা স্বাভাবিক থাকছে৷
  • ২৪ x৭ চালু থাকছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সরাসরি টেলিমেডিসিন ও ইন্টিগ্রেটেড কল সেন্টার।
    এখানকার ফোন নম্বর, ২৩৫৭৬০০১ এবং ১৮০০৩১৩৪৪৪২২২।
    করোনা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাসার জন্য এই দুই নম্বরে ফোন করা যাবে।
  • কলকাতায় করোনা আক্রান্তদের অ্যাম্বুলেন্সের জন্য ফোন নম্বর, ০৩৩-৪০৯০২৯২৯
  • কোন কোন জায়গায় করোনা পরীক্ষা হয়, জানা যাবে ICMR এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের মেডিক্যাল বুলেটিনে।
  • রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ গিয়ে করোনা-জয়ীরা প্লাজমা দান করতে পারবেন।
  • সরকার ও অধিগৃহীত বিভিন্ন করোনা হাসপাতালে প্রিয়জনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পারবেন।
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা সংক্রান্ত টোল ফ্রি ও হেল্পলাইন নম্বর ১০৭৫ এবং ৯১-১১-২৩৯৭৮০৪৬।
  • করোনার জেরে মানসিক অবসাদ বা যে কোনও মানসিক সমস্যায় ০৮০৪৬১১০০০৭ নম্বরে ফোন করা যাবে।
  • করোনা ছাড়া অন্য সমস্যার জন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ২৪ ঘণ্টা খোলা থাকছে।
  • অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল জানিয়েছে, তাদের ইমার্জেন্সি, আউটডোর সহ যাবতীয় পরিষেবা চালু থাকছে পুজোর দিনগুলিতেও। যে কোন জরুরি চিকিৎসা প্রয়োজনে ০৩৩-২৩২০-৩০৪০ নম্বরে ফোন করা যাবে।
  • পুজোর দিন নারায়ণা হৃদয়ালয়া হাসপাতাল গোষ্ঠীর সবক’টি হাসপাতালেরই ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি চালু থাকবে। পরিকল্পিত অস্ত্রোপচারগুলি এই চারদিন বন্ধ থাকছে। জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সিতে ফোন করা যেতে পারে ৯৯০৩৩-৩৫৫৪৪ নম্বরে।
  • আমরি গ্রুপের সবক’টি হাসপাতালের ইনডোর ও আউটডোর পুজোয় চালু থাকবে। ক্রিটিক্যাল কেয়ার এবং ইমার্জেন্সি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে সল্টলেক, ঢাকুরিয়া ও মুকুন্দপুর ইউনিট মিলিয়ে তাদের ২৪৫টি বেড আছে। ২৪x৭ যোগাযোগের জন্য রয়েছে কলসেন্টার নম্বর ০৩৩-৬৬৮০০০০০।
  • পুজোর ক’দিন পিয়ারলেস হাসপাতালের ইনডোর পরিষেবা চালু থাকছে। ২৪ ঘণ্টা চালু থাকছে ব্লাড ব্যাঙ্ক, ফার্মাসি, ডায়ালিসিস, ইমার্জেন্সি, ট্রমা কেয়ার এবং অ্যাম্বুলেন্স পরিষেবা। ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল ০৩৩৪০১১১২২২। এছাড়া অ্যাম্বুলেন্সের জন্য ৯০৩৮২২৪০০০ নম্বরে ফোন করা যাবে।
  • মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালেও পুজোর ক’দিন আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সি চালু থাকছে। জরুরি চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনে ০৩৩৬৬৫২০০০০ নম্বরে ফোন করা যেতে পারে।
  • রুবি হাসপাতাল পুজোর ক’দিন তাদের ইমার্জেন্সি, ইনডোর, ল্যাব, ক্যাথল্যাব, ওটি ও অ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকছে। অ্যাম্বুলেন্সের জন্য ৯৮৩১১৭৯১৭৫, মাঝরাতে বুকে ব্যথার জন্য ৯৭৪৮৯৩২১০০, আউটডোর ও বাড়িতে গিয়ে রক্তের নমুনা নিয়ে আসার জন্য ৬২৯০৮২০৩৪৩ এবং টেলিমেডিসিনের জন্য‌ ৮৯১০৬৫৭৫৩৭ নম্বরে ফোন করা যেতে পারে।
  • উডল্যান্ডস হাসপাতালে পুজোর ক’দিন ২৪ ঘণ্টাই তাদের ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা, ওটি, রেডিওলজি পরিষেবা চালু থাকছে। ইনডোরও চালু থাকছে। ওই সময় অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে আউটডোরে ডাক্তার দেখানোও যাবে।

আরও পড়ুন: “ভারত ‘ফিলথি’, বাতাসও নোংরা”, বন্ধু মোদির দেশকে বললেন ডোনাল্ড ট্রাম্প

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, আমাদের একটাই বার্তা, পুজোয় আনন্দ করুন বিধি মেনে।

Previous articleজ্যান্ত কালো সাপ পেঁচিয়ে দেবীমূর্তির গলায়, শিলিগুড়িতে দুর্গতিনাশিনী হলেন শিবানী
Next article‘মা’ এলেও মায়ের কাছে যাওয়া হচ্ছে না