স্মিথবাহিনীকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল ওয়ার্নারের দল

রাজস্থান রয়্যালস ১৫৪/৬
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫৬/২

৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

মনীশ পান্ডে ও বিজয় শংকরের ব্যাটে ভর করে অবশেষে জয়ে ফিরল ওয়ার্নারবাহিনী। ফলত প্লে-অফের আশা জিইয়ে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৫৫ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৪০ রানের অবিভিক্ত পার্টনারশিপে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স৷

ব্যাট হাতে দুরন্ত পান্ডে ও শংকর৷ দু’জনই হাফ-সেঞ্চুরি করেন৷ তবে মনীশ পান্ডের ৪৭ বলে ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস ছিল দেখার মত৷ ৮টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস৷ অন্যদিকে ৫১ বলে ৬টি বাউন্ডারি মেরে ৫২ রানে অপরাজিত থাকেন বিজয়৷ তাদের দু’জনের ৯১ বলে ১৪০ রানের পার্টনারশিপ ম্যাচের রং পালটে দেয়।

বৃহস্পতিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস ১৫৪ রান তোলে ৷ রবিন উথাপ্পা ও বেন স্টোকস ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করে৷ পয়েন্ট টেবিল অনুযায়ী সানরাইজার্স হায়দরাবাদ এদিনের জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল ৷

আরও পড়ুন- শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী