Saturday, May 17, 2025

“ভারত ‘ফিলথি’, বাতাসও নোংরা”, বন্ধু মোদির দেশকে বললেন ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

‘মিঁত্রোওওও’ মোদিকে কার্যত ডুবিয়েই দিলেন ট্রাম্প ৷ কোনও দরকার ছিল না, তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, “ভারত মারাত্মক নোংরা”৷ ইংরাজিতে ‘ফিলথি’ শব্দটিই ব্যবহার করলেন ট্রাম্প। ভারতের দূষণ প্রসঙ্গেই এ কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি৷

ট্রাম্প হামেশাই দাবি করেন, তিনি ভারতের বন্ধু। ভারত সফরের সময় তাঁর জন্য রাজকীয় আয়োজন করেন নরেন্দ্র মোদি। বলেন বটে, কিন্তু দেশে বসে কোনও সুযোগ পেলে ভারতের নিন্দা করতে ছাড়েন না ডোনাল্ড ট্রাম্প। অতীতেও ভারত সম্পর্কে একাধিক অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। এবার ট্রাম্প বললেন, “ভারত অত্যন্ত নোংরা একটি দেশ”। ভারতের বায়ু দূষণ প্রসঙ্গেই এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি।

সামনেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে মার্কিন রীতি অনুসারে রাষ্ট্রপতি পদে ডেমোক্র্যাট
প্রার্থী জো বাইডেনের সঙ্গে ডিবেটে বসেন ট্রাম্প৷ টেনেসির ন্যাশভিলে বাইডেনের সাথে বিতর্কের সময়ই তিনি একথা বলেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলাম৷ এর কারণ আমাদের ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সামনে ফেলা হয়েছিল এবং আমাদের সাথে খুব অন্যায় আচরণ করা হয়েছিল।” ট্রাম্প বলেন, “চিনের হাল দেখুন। কিরকম নোংরা একটি দেশ। ভারতের দিকে তাকাও, ওই দেশ নোংরা, বাতাসও নোংরা’৷” ইংরাজিতে ‘ফিলথি’ শব্দটি ব্যবহার করেন ট্রাম্প। বাইডেন কিন্তু ভারত সম্পর্কে কোনও মন্তব্যই করেননি।

মার্কিন রাষ্ট্রপতি বলেন, প্যারিস-পরিবেশ চুক্তি মানলে মার্কিন ব্যবসা সব লাটে উঠে যেত৷ মারাত্মক ক্ষতি হত আমেরিকার৷ ট্রাম্প বলেন, দূষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চিন৷ কিন্তু ‘প্যারিস- ডিল’ তো ভারত-চিনকে তেমন ভাবে দূষণ ছড়ানো কলকারখানা বন্ধ করতে বলছে না। কিন্তু পরিবেশ রক্ষার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

এ ধরনের কথা অতীতেও বহুবার বলেছেন ট্রাম্প৷ ভারতের তরফে এর প্রতিবাদও করা হয়েছে। কিন্তু এই প্রথমবার ‘বন্ধু’ মোদির দেশের জন্য ‘ফিলথি’ শব্দটিও ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৯ সেপ্টেম্বরের প্রথম ‘প্রেসিডেন্ট বিতর্কে’ও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন৷ তখন তিনি বলেছিলেন, ভারত, চিন আর রাশিয়া বিশ্বে দূষণ ছড়াচ্ছে৷

আরও পড়ুন: মেঘালয়ে টার্গেট বাঙালিরা?

প্রসঙ্গত, গত মে মাসে টেলিভিশন নেটওয়ার্ক আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন: “চিন, ভারত, রাশিয়ায় ভালো বাতাস পর্যন্ত নেই৷ বিশুদ্ধ জল নেই৷ আছে শুধু দূষণ। ওখানকার কোনও শহরে গেলে, শ্বাস নিতে পারা যায় না, এরা দায়িত্বও পালন করে না।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...