Sunday, November 16, 2025

মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী? ২০২১-এর ভোটে বাম-কংগ্রেস জোটের প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী হতে পারেন অধীর চৌধুরী। এ ব্যাপারে প্রাথমিকভাবে কথা হয়েছে কংগ্রেস মহলে। সেখানে অলিখিত শিলমোহর পড়েছে বলে খবর। এবার আলোচনা বামেদের সঙ্গে। পুজো মিটলেই বামেদের সঙ্গে বৈঠক। সেখানেই এই প্রস্তাব দিয়ে ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হতে পারে অধীররঞ্জন চৌধুরীকে।

২০১৬ সালের বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের ভরাডুবি হয়। উত্থান হয় বিজেপির। তারাই এখন প্রধান বিরোধী দলের দাবিদার। কিন্তু অধীর দায়িত্ব নেওয়ার পর সাফ ঘোষণা, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ওয়াক ওভার দেওয়ার প্রশ্ন নেই। বামেরা বেঁকে না বসলে লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা প্রবল।

কংগ্রেসের যুক্তি, মানুষ এখন ‘মুখ’ চাইছে। তৃণমূল কংগ্রেসে তা পরিষ্কার। বিজেপিতে সে নিয়ে দ্বন্দ্ব। বাম-কংগ্রেস যদি কোনও মুখকে সামনে রাখে তাহলে লড়াই হয় সমানে সমানে। তাছাড়া বামেদের এই মুহূর্তে প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী করার মতো মুখই নেই। অথচ অধীর শুধু এখন রাজ্য নয়, গোটা দেশের নেতা। লোকসভায় কংগ্রেসের নেতা। লড়াকু নেতা। বিশ্বাস্যোগ্য মুখ।

আর সেক্ষেত্রে কংগ্রেস কত আসনে প্রার্থী দিতে পারে? কংগ্রেস মহলে দাবি প্রার্থী দেওয়া হোক ১৪৫-১৫৫টি আসনে। বাকি ১৪০টি আসনে বামেরা।

গতবার বাম-কংগ্রেস জোট হয়নি। শেষ মুহূর্তে ভেস্তে দেন বিমান বসুরা। বহু জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। লাভ হয় তৃণমূলের। এবার কংগ্রেস জোট করেই এগোতে চাইছে। আর জোট করলে দর কষাকষির পরিধিও বাড়ে। লোকসভা ভোটে রাজ্যে দুটি আসন জেতে কংগ্রেস। আর ৪২টির মধ্যে ৩৯টিতে লড়েও বামেদের ভাঁড়ার শূন্য। ফলে এবার কংগ্রেসের দাবি জোরদার হবে, এবং জোট রক্ষার্থে বামেদের তা মানতেই হবে বলে ধারণা কংগ্রেস মহলে।

আরও পড়ুন:শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version