প্রিয়-জন নেই, প্রিয়-পুজোও নেই বলে বিষণ্ণ উত্তরবঙ্গ

কিশোর সাহা: প্রিয়দা নেই, তাই দেবী বন্দনার পরিবেশও নেই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে।

মহাষ্টমীর দুপুরে মন খারাপের পরিবেশ কালিয়াগঞ্জে। এখানেই যে প্রিয়রঞ্জন দাশমুন্সি সুস্থ থাকাকালীন পুজোর ক’দিন ভিভিআইপি, ভিআইপিদের ভিড় হতো। সব মিলিয়ে জমজমাট পুজো।

সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাড়ির পুজো মণ্ডপে প্রিয়দার ধুনুচি নিয়ে নাচ। তা দেখতে বছর ভর প্রতীক্ষা করে থাকতেন বাসিন্দারা। কিন্তু, ২০১৮ সালে প্রিয়দার মৃত্যুর পর থেকে সেই পুজো আর হচ্ছে না। বেশির ভাগ সময়েই প্রিয় জায়া থাকেন দিল্লি কিংবা কলকাতায়। তাঁর ছেলে মিছিলও থাকেন বাইরে। ফলে, পুজো বন্ধ। তাতেই বিষণ্ণতার বাতাস বইছে কালিয়াগঞ্জে।

শনিবার, মহাষ্টমীর দিন প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এলাকার বাসিন্দা রমেন সরকার, অশোক রায়রা জানান, পুজোর সময়ে প্রিয়দার আসার অপেক্ষায় থাকতেন তাঁরা। বাকি ক’দিন জমিয়ে খাওয়া-দাওয়া আর নানা অনুষ্ঠান। প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পরেও পুজো হয়েছে। কিন্তু, তাঁর চলে যাওয়ার পরে ভারাক্তান্ত হয়ে গিয়েছে শ্রী কলোনি।

বড্ড মন খারাপ শ্রীকলোনির। গোটা রায়গঞ্জেরই। বলা ভাল, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গেরই।

Previous articleমৃত ব্যক্তির ফুসফুস পরিণত হয়েছে চামড়ার বলে, অটোপ্সি রিপোর্ট ঘুম উড়িয়েছে চিকিৎসকদের
Next articleলালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর