Saturday, August 23, 2025

কথায় বলে বাঘে ছুঁলে ১৮ ঘা, আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা। আর তা যদি এনকাউন্টার হয় তবে? দেশজুড়ে এমন অনেক পুলিশ অফিসার আছেন যারা এনকাউন্টার স্পেশালিস্ট। পর্দার আব তক ছাপ্পান-র নানা পাটেকারের মতো সজ্জনার বা প্রদীপ শর্মা, দয়া নায়েক, প্রফুল্ল বনশালে বা বিজয় সালাস্কাররা আছেন বাস্তবের মাটিতে।

এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে সুখ্যাতি আছে প্রদীপ শর্মার। প্রশাসনিক মহলে অনেকেই বলে তাঁর এনকাউন্টারের সংখ্যা ৩০০-র বেশি। তবে সরকারিভাবে ১০৪টি এনকাউন্টার করেছেন প্রদীপ শর্মা। পুলিশের ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন প্রফুল্ল বনশাল। ‘পুলিশের ডন’ বলেই অপরাধ জগতের কাছে তাঁর পরিচিতি ছিল। কর্মজীবনে ৩০০ জন অপরাধীকে গ্রেফতার করেছিলেনন তিনি। এনকাউন্টারের সংখ্যা ৮১। ৯০টিরও বেশি এনকাউন্টার করেছিলেন বিজয় সালাস্কার। ২৫ বছরের কর্মজীবনে মুম্বই পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অফিসার ছিলেন তিনি। ২০০৮ সালে ২৬/১১ হামলার সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন সালাস্কার।

প্রদীপ শর্মার টিমে কাজ করতেন শচীন হিন্দুরাও ওয়াজে। প্রদীপের নেতৃত্বে একাধিক এনকাউন্টার টিমে যুক্ত ছিলেন শচীন। তিনি ছিলেন এনকাউন্টার এক্সপার্ট। কর্মজীবনে ৬৩টি এনকাউন্টার করেছেন তিনি। একসময়ে এনকাউন্টার স্পেশালিস্ট রাজীব সিংয়ের নাম শুনলে জমি মাফিয়ারা ভয়ে কাঁটা হয়ে থাকত। দিল্লির পুলিশের অপরাধদমন শাখার এই অফিসার তথা অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন তিনি। কিন্তু জমি বিবাদের জেরে মৃত্যু হয় রাজীবের। কর্মজীবনে ৫০টি এনকাউন্টার করেছিলেন তিনি।

তবে এনকাউন্টার করে শুধুই স্বীকৃতি মেলে এমনটা নয়। এনকাউন্টার মামলায় সাসপেন্ড হওয়ার ঘটনাও আছে। রামনারায়ণ গুপ্তাকে একাউন্টার মামলায় সাসপেন্ড করা হয়েছিল। এক সাক্ষাৎকারে এই পুলিশকর্তা বলেই ফেলেছিলেন, “এনকাউন্টার আমার কাছে নেশার মতো হয়ে উঠেছিল। তাই ছুটির দিন হলেই আমার ভারী একঘেয়ে লাগত৷” জানা গিয়েছে, এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন:প্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত বিহার, গণপিটুনিতে মৃত্যু হামলাকারীর

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version