Monday, August 25, 2025

দেশজুড়ে নানা উৎসবে দেশবাসী যখন মেতে উঠেছেন, তখনও সীমান্তে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন জওয়ানরা। দেশের জওয়ানদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবারের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ জোর দিয়েছেন Vocal for Local, শিক্ষাবিস্তার এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ বিষয়ে৷ একইসঙ্গে দেশবাসীকে করোনা-বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এদিন তুতিকোরিনের এক ছোট সেলুন-মালিক পোন মরিয়াপ্পানের সঙ্গে কথা বলেন৷ এই মরিয়াপ্পান তাঁর সেলুনের মধ্যেই গড়ে তুলেছেন একটি লাইব্রেরি৷ সেলুনে আসা লোকজন অপেক্ষা করার সময় যাতে বই পড়ে বা কিছু লেখালিখি করে সময় কাটাতে পারেন, সেজন্যই এই লাইব্রেরি তিনি করেছেন বলে প্রধানমন্ত্রীকে তিনি জানান৷ শুধু তাই নয়, সেলুনে এসে যারা বই পড়েন, তাদের তিনি ডিসকাউন্টও দেন বলে মরিয়াপ্পান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এদিন খাদিশিল্পের প্রসারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, ভারতের খাদি আজ সারা দুনিয়া জয় করেছে৷ খাদিকে শুধু ইকো-ফ্রেণ্ডলি নয়, প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতের খাদি ‘বডি-ফ্রেণ্ডলি’ও বটে৷

মোদিজি এদিন দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান, “এই উৎসবের দিনে আমরা যেন ভুলে না যাই, লকডাউনের মতো কঠিন সময়ে সাফাইকর্মী, মজদুর, সবজি বা দুধবিক্রেতা, নিরাপত্তারক্ষীরা কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নিজেদের বিপদের কথা না ভেবে৷ উৎসবের এই মরশুমে আপনাদের খুশির সঙ্গে ওদেরও সামিল করুন৷”

কর্তব্যের টানে এই উৎসবের দিনেও সীমান্তে অতন্দ্র নজরদারির কাজ চালিয়ে যাচ্ছেন দেশের জওয়ানরা৷ মোদিজি আহ্বান জানান, এই জওয়ানদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে এই উৎসবকালে আমরা সবাই যেন নিজেদের বাড়িতে একটি প্রদীপ জ্বালাই৷ এই দায়িত্ব পালন করে সারা ভারত জওয়ানদের বার্তা দিক, সারা দেশ আপনাদের পাশে আছে৷
মোদিজি এদিন জানান, আগামী ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে দেশ ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করবে৷
এদিন তিনি একইসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে৷ বলেছেন, “৩১ অক্টোবর প্রয়াত হয়েছিলেন ইন্দিরাজি,তাঁর প্রতি শ্রদ্ধা জানাই”৷

আরও পড়ুন-বিহার ভোট: শেষলগ্নে হাইভোল্টেজ প্রচার! একইদিনে ময়দানে মোদি-রাহুল

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version