Thursday, August 21, 2025

অতিমারি পরিস্থিতিতে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। আর তাই এর সাথে তাল মিলিয়ে রাজশাহীতে টাইগার সংঘের পূজা মণ্ডপে সাজসজ্জার ‘থিম’ হয়ে উঠেছে সচেতনতার বার্তা। শহরের রাণীবাজার মোড়ে পূজার মণ্ডপটি মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাজিয়েছেন আয়োজকরা।

বরাবরই শারদীয় দুর্গোৎসবে নতুন আর ব্যতিক্রমী সাজে মণ্ডপ সাজিয়ে থাকে টাইগার সংঘ। গত বছর আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ছিল তাদের মণ্ডপের থিম। তার আগের বার বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাহুবলী, রয়েল বেঙ্গল টাইগারের মুখের অবয়ব দিয়ে তৈরি তাদের মণ্ডপ প্রশংসা কুড়ায়।

এবার টাইগার সংঘের পুজোমণ্ডপটি সাজানো হয়েছে করোনাভাইরাসের মহামারির অন্যতম রক্ষাকবচ মাস্ক দিয়ে।

আরও পড়ুন- রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জানান, টাইগার সংঘ প্রতিষ্ঠার পর থেকেই তারা ব্যতিক্রমী মণ্ডপ তৈরি করার চেষ্টা করে চলেছেন।

গত ৫ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বহুল আলোচিত বিষয়গুলো তারা রাখার চেষ্টা করেছেন মণ্ডপের সাজ সজ্জায়।

“এবার করোনাভাইরাস মহামারির কারণে বৈচিত্র্যপূর্ণ আয়োজনেও কিছুটা ব্যত্যয় ঘটেছে। বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। এরপরও সীমিত আকারে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।”
গত পাঁচ বছর এ মণ্ডপে পুজো করেন পুরোহিত সুমন চক্রবর্তী। তিনি জানান, বিগত দিনগুলোতে পুজোর আয়োজন যেমন বড় হতো, তেমননি ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও দেখা যেত। করোনাভাইরাসের কারণে এবার ভক্তদের উপস্থিতি কম।

এ বছর রাজশাহীতে ৪০৮টি পুজো মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন হয়েছে। এর মধ্যে জেলায় ৩৩৯টি এবং মহানগরে ৬৯টি।

রাজশাহীর সব পুজো মণ্ডপই বর্ণিল সাজে সাজানো হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এবার ধুমধাম সেভাবে হচ্ছে না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version