আজ বিজয়া দশমী৷ সকাল থেকেই শুরু প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। করোনা বিধি মেনে কড়া নিরাপত্তায় গঙ্গাবক্ষে হবে প্রতিমা বিসর্জন। বিসর্জনের জন্য শহরজুড়ে নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট। আজ বিসর্জনের প্রথমদিনে ছোট-বড়-বারোয়ারি-বাড়ির পুজো মিলিয়ে প্রায় ১৮০০টি প্রতিমা বিসর্জন হওয়ার কথা।

বিসর্জনকে কেন্দ্র করে যা ব্যবস্থা নিয়েছে প্রশাসন

(১) নিরাপত্তার দায়িত্বে ঘাটগুলিতে মোতায়েন থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী।

(২) প্রতিটি ঘাট ও ঘাটে যাওয়ার রাস্তায় ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন।

(৩) অন্য রাস্তাগুলোতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকবেন।

(৪) গঙ্গাবক্ষে স্পিড বোট থেকে চলবে প্রশাসনিক নজরদারি। থাকবে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা দল।

(৪) বিসর্জনের ক্ষেত্রে ঘাটে আসতে মাস্ক পরা বাধ্যতামূলক।

(৫) সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে করা হয়েছে মার্কিং।

(৬) প্রতিটি ঘাটে ২টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

(৭) প্রচুর মহিলা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকছে। থাকবে সাদা পোশাকের পুলিশও।

(৯) ডিজে অথবা মাইক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

(১০) প্রতিটি প্রতিমার সঙ্গে নির্দিষ্ট কয়েকজনকে ঘাট চত্বরে যাওয়ার অনুমতি।

(১১) প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট। প্রশাসন সূত্রে খবর, একটি প্রতিমার সঙ্গে দুটির বেশি গাড়ির অনুমতি মিলবে না।

(১২) বাবুঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাটে সবচেয়ে বেশি বিসর্জন হয়, তাই এই ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তা।
আরও পড়ুন- করোনা বিধি মেনেই আজ থেকে বিসর্জন, ঘাটে ঘাটে কড়া নজরদারি