করোনা বিধি মেনেই আজ থেকে বিসর্জন, ঘাটে ঘাটে কড়া নজরদারি

করোনা আবহের মধ্যে এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছিল অনেকটাই জৌলুসহীন। হাইকোর্টের নির্দেশের পর হাজারও বিধিনিষেধ তা আরও ফিকে হয়ে যায়। মণ্ডপে মণ্ডপে পুজো দেখার ভিড় কার্যত উধাও ছিল। পুষ্পাঞ্জলী থেকে শুরু করে আরতি কিংবা কুমারী পুজো, বাঙালির সেরা উৎসব এর মাতামাতির ছবিটা ছিল ম্লান।

আজ, বিজয়া দশমী। মা দুর্গা মর্ত্য থেকে ফিরে যাবেন শ্বশুরবাড়ি কৈলাসে। বাঙালির শারদোৎসবের শেষ বেলা।
মন খারাপ বাঙালির। উৎসবের অন্য দিনগুলির মতো দশমীর চেনা মেজাজও এবার উধাও। সংক্রমণ মোকাবিলায় বিসর্জনেও রয়েছে হাজারও কড়াকড়ি।

আজ, ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চারদিন গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন করা যাবে। তবে অন্যবারের মতো থাকবে না। ভিড়। বিসর্জন দেখার জন্য ঘাটে দর্শনার্থীদের ভিড় জমানোয় আরোপ করা হয়েছে বিধিনিষেধ। করোনা বিধি মেনে তবেই প্রতিমা বিসর্জন করতে পারবেন সকলে। দুটি বেশি গাড়ি নিয়ে ঘাটে আসার অনুমতি নেই।

কোভিডে নিষিদ্ধ সিঁদুর খেলাও। বিসর্জনের জমায়েতে কড়াকড়ি রয়েছে। কোনও শোভাযাত্রা করা যাবে না।
ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা থাকছে। স্পিডবোর্ড থেকে চলবে পুলিশি ও প্রশাসনিক নজরদারি। মাস্ক পরেই ঠাকুর ভাসান দিতে হবে।

আরও পড়ুন-দুঃসময়ে আড়ম্বর নয়: সরকারি অনুদান ফেরাল হাওড়ার পুজো কমিটি

Previous articleদুঃসময়ে আড়ম্বর নয়: সরকারি অনুদান ফেরাল হাওড়ার পুজো কমিটি
Next articleফের হেলমেট ছাড়াই বাইক সওয়ারি, কলকাতায় বেপরোয়া গতির বলি ২