গঙ্গার দূষণ রোধে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন

হুগলি কোন্নগরে প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন।

সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনও দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছেনা। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে ফেলা হচ্ছে। এরপর সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায়।

আরও পড়ুন : করোনা আবহে অভিনব ভাবনা! মণ্ডপের সামনেই কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন ত্রিধারাতে

কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিনদিন গঙ্গার দূষণ বাড়ছে। তাই গঙ্গার দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছে। কোন্নগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।

আরও পড়ুন : ৪দিন বিসর্জন, প্রতিমা নিরঞ্জনের জন্য যে রাস্তা নির্দিষ্ট করল কলকাতা পুলিশ

Previous articleকরোনা আক্রান্ত বিদেশ বসু, আইসোলেশনে বন্ধু মানস ভট্টাচার্য
Next articleব্রেকফাস্ট নিউজ