Sunday, November 2, 2025

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনেত্রীকে পরপর ছুরির কোপ চলচ্চিত্র প্রযোজকের

Date:

Share post:

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনেত্রীকে পরপর ছুরির কোপ এক ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভারসোভায়। অভিযুক্ত ব্যক্তি অভিনেত্রীর ফেসবুকের বন্ধু বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই অভিনেত্রী। এখনও পর্যন্ত অভিযুক্ত যুবকের নাগাল পায়নি পুলিশ।

আহত মালভি মলহোত্রা, ‘উড়ান’ নামের একটি সিরিয়ালে অভিনয় করতেন। ‘হোটেল মিলান’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে ফেসবুক মারফত পেশায় চলচ্চিত্র প্রযোজক যোগেশকুমার মহিপাল সিংহ নামের ওই অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। মালভিকে প্রেমের প্রস্তাব দেয় যোগেশ। বিয়ের জন্যও জোরাজুরি করতে শুরু করে।

একাধিক বার সেই প্রস্তাব খারিজ করেন মালভি। কিন্তু, না শুনতে রাজি ছিল না যোগেশ। বিরক্ত হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মালভি। আর এতেই ক্ষেপে ওঠে যোগেশ। মালভি জানিয়েছেন, সোমবার কফিশপে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে ফিশারিজ ইউনিভার্সিটি রোডে বিলাসবহুল অডি গাড়ি থেকে নেমে চেপে তাঁর উপর চড়াও হন যোগেশ।

আরও পড়ুন : শুটিং করতে গিয়ে আহত অমিতাভ! কেমন আছেন? জানালেন অভিষেক

মালভির অভিযোগ, প্রথমে উত্তেজিত হয়ে প্রশ্ন করতে শুরু করে অভিযুক্ত। কেন কথা বলা বন্ধ করে দিয়েছেন, তা নিয়ে কৈফিয়ত চায় সে। পাল্টা রুখে দাঁড়ান মালভিও। জানিয়ে দেন, যোগেশের সঙ্গে কোনও কথাই বলতে চান না তিনি। সে যেন তাঁকে সর্বত্র অনুসরণ করা এবং হেনস্থা করা বন্ধ করে দেয়।

মালভির এই উত্তরের পরেই আচমকা পকেট থেকে ছুরি বের করে যোগেশ। প্রথমে মালভির তলপেটে কোপ মারে সে। এর পর ডান হাতের কব্জি এবং বাঁ হাতে আঙুলের উপর দু’বার কোপ বসায়। মালভির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে গাড়িতে চেপে পালিয়ে যায় অভিযুক্ত।

আহত অবস্থায় মালভিকে কোকিলাবেন অম্বানী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। আপাতত সেখানে তাঁর চিকিৎসা চলছে। যোগেশের বিরুদ্ধে ভারসোভা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত যোগেশের নাগাল পায়নি পুলিশ।

আরও পড়ুন : একেবারেই ভালো নেই সৌমিত্র, বাড়ছে উদ্বেগ

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘ পিঙ্ক ‘ ছবিতে একটি ডায়লগ ছিল ” নো মিন্স নো “। অর্থাৎ, একবার না বলে দিলে, তার ওপর জোর করা উচিত নয়। কিন্তু আফসোস, এই ” না ” শব্দটা একবারে কেউ নিতে পারেনা। জোর খাটিয়ে সেটাকে হ্যাঁ করার চেষ্টা করে। উপরিউক্ত ঘটনাটি সেরকমই।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...