ঋদ্ধি-রশিদের ঝোড়ো ব্যাটে-বলে ওয়ার্নারদের দিল্লিজয়

সানরাইজার্স হায়দ্রাবাদ – ২১৯/২
দিল্লি ক্যাপিটালস – ১৩১/১০

৮৮ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

এক বঙ্গসন্তানের ঝোড়ো ইনিংসে বদলে গেল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ১৩তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে চান্স পেয়েই ঝলসে উঠল জাতীয় দলের টেস্ট উইকেটরক্ষকের ব্যাট। ঋদ্ধিমান সাহার ৪৫ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে উড়ে যায় রাবাদা-নির্ভর দিল্লির বোলিং লাইন-আপ। অন্যদিকে ক্যাপ্টেন ওয়ার্নারের ৩৪ বলে ৬৬ রানের ইনিংস ঋদ্ধিকে যোগ্য সঙ্গ দেয়। এই দুই ওপেনারের ১০৭ রানের পার্টনারশিপে ভর করেই হায়দ্রাবাদ রানের পাহাড়ে চড়ে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৯ রান তোলে এসআরএইচ। শতরান থেকে মাত্র ১৩ রান দূরে হঠাতই তাল কেটে যায়। এদিন ঋদ্ধির ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ২টি ছয়ে।

২২০ রানের লক্ষ্যে নেমে দিল্লির ঋষভ পন্থ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ত্রিরিশের ঘরে পৌঁছতেই পারেননি। রশিদ খানের ঘূর্ণি স্পিনে নাজেহাল দিল্লির ব্যাটিং লাইন-আপ। রশিদ এদিন তাঁর নির্ধারিত ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। তাঁর ২৪ বলের মধ্যে ১৩ বলই ডট! অন্যদিকে সন্দীপ শর্মা ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। শেষমেষ দিল্লির ইনিংস শেষ হয় ১৩১ রানে। এদিনের হারে দিল্লি লীগ তালিকায় ৩ নম্বরে নেমে যায়।

আরও পড়ুন- বিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?

Previous articleবিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?
Next articleবিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনেত্রীকে পরপর ছুরির কোপ চলচ্চিত্র প্রযোজকের