বিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় 44টি আসন ছাড়তে রাজি বলে খবর। তারা আসন ছাড়বে কোনো এক জোটসঙ্গীকে। প্রশ্ন হল তারা কারা? আপাতদৃষ্টিতে কোনো জোটসঙ্গী দেখা যাচ্ছে না। কিন্তু বিজেপির দিল্লি সূত্রে খবর, একটি বিশেষ মহল সরাসরি বিজেপিতে যোগ দিতে নারাজ। তাঁরা দল গঠন করে আসন সমঝোতায় রাজি। এই দল আশিটির বেশি আসন চেয়েছে। কিন্তু বিজেপি আপাতত 44টি দিতে রাজি। 16টি জেলায় ছড়িয়ে আছে এই 44টি আসন। তবে আলোচনায় আসন বাড়তে পারে। এই বিষয়টি নাকি সরাসরি অমিত শাহ দেখছেন। এখানে এখনও কৈলাসদের ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, রাজ্য রাজনীতির এক পরিচিত মুখ, যিনি বিজেপিতে নেই, তাঁকে ঘিরেই অঙ্ক চলছে। তিনি সমর্থকদের নিয়ে কর্মিসভা ডাকছেন। মূলত তাঁর জেলাতে হবে। তারপর কলকাতায় একটি বড় হলে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু নভেম্বর মাসেই বিস্তর নাটক অপেক্ষা করছে বলে খবর।

আরও পড়ুন- মুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

 

Previous articleমুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক
Next articleঋদ্ধি-রশিদের ঝোড়ো ব্যাটে-বলে ওয়ার্নারদের দিল্লিজয়