মুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

উৎসবের মরশুমে রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আজ, মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ, ক্ষুদ্র কুটির শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে-সহ সব জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা।

এই বৈঠকে মূলত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। ঠিক হয়, আরও মাস্ক তৈরি করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তা তৈরি হবে। রাজ্যের কোনও মানুষ যেন মাস্ক ছাড়া না থাকেন তার জন্যই ক্ষুদ্র কুটির শিল্প দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুজোর মধ্যেই ষষ্ঠী এবং সপ্তমীর দিন স্বাস্থ্যভবন এবং এসএসকেএম হাসপাতালে গিয়েও বৈঠক করেছিলেন মুখ্যসচিব। নবান্ন থেকে রাজ্যের গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই নজরদারি চলবে।

আরও পড়ুন- বাজির আগুনে ভস্মীভূত রামপুরহাটের পুজো মণ্ডপ

Previous articleবিতর্কের জের: ফেসবুক ছাড়লেন আঁখি দাস
Next articleবিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?