নভেম্বরে শাহ-নাড্ডার সফর, দিন ঠিক করতে বৈঠকে বিজেপি

বিহারের ভোট মিটলেই বাংলার জন্য কর্মসূচি সাজাচ্ছে বিজেপি। লক্ষ্য দলের সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলায় কর্মসূচি সাজানো। বুধবার হেস্টিংসের অফিসে এ নিয়ে বৈঠক হয়।

এদিনের বৈঠকে লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায় সহ দলীয় নেতারা। ইতিমধ্যে উত্তরবঙ্গে নাড্ডার সফর হয়েছে। বিজেপি রাজ্যকে সাংগঠনিকভাবে ৫টি ভাগে ভাগ করেছে। তারমধ্যে একটি উত্তরবঙ্গে সেরেছেন বাকি চারটি জোনের সভার দিনক্ষণের প্রাথমিক দিন ঠিক করা হয়েছে। শাহ এবং নাড্ডার সঙ্গে আলোচনা করার পরেই দিনগুলি ঠিক করা হবে।

এই সভাগুলিতে সেই এলাকার সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, অঞ্চল নেতারা থাকবেন। একদিকে যেমন ঘরোয়া সভা হবে, তেমনি অন্যদিকে বেশ কিছু জেলা নেতৃত্বের সঙ্গে তাঁরা বৈঠক করতে পারেন। কার্যত ভোট প্রচারের দামাম তাঁরা বাজিয়ে দেবেন।

আরও পড়ুন-নবান্ন থেকে জেলার প্রশাসনিক ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর

Previous articleনবান্ন থেকে জেলার প্রশাসনিক ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর
Next articleস্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের