Monday, November 3, 2025

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছে প্রশাসন: বিপ্লব দেব

Date:

করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর উন্নতি হয়েছে। বুধবার প্রজ্ঞাভবনে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, সারা বিশ্বে যে সময় করোনা ছড়িয়ে পড়ে, সেসময় রাজ্যে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ১। এখন তা হয়েছে ৯৯। প্রাথমিক পর্যায়ে N95 মাস্ক ছিল ৫০০- র মতো। এখন রাজ্যে ২ লক্ষ মাস্ক আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সব মিলিয়ে করোনা মোকাবিলায় পরিকাঠামোর উন্নতি করেছে প্রশাসন।


কৃষিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়নে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী বলেন, “করোনার মধ্যেও রাজ্যে দেড় গুণ ফসল উৎপাদন করা হয়েছে। ধানের পরিবর্তে ভুট্টা লাগানোর শুরু হয়েছে। এতে ধান থেকে ভুট্টা ১.৪৫ পয়সায় অধিক লাভ হচ্ছে। জিএসটির মাধ্যমে দুগ্ধ জাতীয় দ্রব্য ১,১০০ কোটি টাকার সামগ্রী অন্যরাজ্যে চলে যেত। এটা প্রতিরোধ করতে সরকার ২০১৮ সাল থেকে কাজ শুরু করেছে। এতে রাজ্যের যুবকদের আয় বৃদ্ধি পাবে।” তিনি জানিয়েছেন, এর অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে পিপিই কিট, মাস্ক এবং স্যানিটাইজার বিদেশে রফতানি করা হচ্ছে। ভারত যখন চিন দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তখন এগুলি ভারতেই উৎপন্ন শুরু হয়েছে।” স্বনির্ভর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়েছে ত্রিপুরা। যা আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম দিক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বঙ্গ-বিজেপি থেকে সরানো হলো সুব্রত চট্টোপাধ্যায়কে, এলেন অমিতাভ চক্রবর্তী

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version