আনলক ৬: শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভার রাজ্যের উপর দিল কেন্দ্র

মঙ্গলবার আনলক ৬ এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে আনলক ৫ এর নিয়মবিধি ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে রাজ্যেকেই দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার।

এর আগে আনলক ৫ নির্দেশিকায় বলা হয়, ১৫ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে রাজ্য। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেবে বলে জানিয়েছিল কেন্দ্র। স্পষ্টতই, আনলক ৬ অনুযায়ী রাজ্যের উপর দায়িত্বভার বহাল রাখল কেন্দ্রীয় সরকার।


তবে স্কুল খুলতে হলে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে। যেমন –

১. স্কুলে ক্লাস করতে গেলে সংশ্লিষ্ট পড়ুয়াকে অবশ্যই অভিভাবকের অনুমতি পত্র আনতে হবে।

২. শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

৩. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারও স্যানিটাইজ করতে হবে।হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৪. কোনও স্কুল কনটেইনমেন্ট জোন এর মধ্যে হলে, তা খোলা রাখা যাবে না।

৫. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।

৬. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।

৭. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।

আরও পড়ুন:৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে আনলক ৫-এর নিয়মবিধি, নির্দেশিকা জারি কেন্দ্রের

 

Previous articleমাস্ক না পড়ে ঘোরাঘুরি, পুজোয় আটক ২৬৭৬
Next articleপ্রথম দফার শুরুতেই বিপত্তি, ঔরঙ্গাবাদে বুথের কাছে উদ্ধার বিস্ফোরক