বিহারে শান্তিতেই চলছে বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ

বিহারে শুরু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বুধবার 71টি আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। মহাজোটের পক্ষে ভোট দিতে জনগনকে টুইটে আহ্বান জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
করোনা সতর্কতা মেনে গণতন্ত্রের উৎসব পালন করার আহ্বান জানান বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন- শুভেন্দু কী করছেন? চর্চা কিন্তু বাড়তেই থাকছে

বেকারত্ব থেকে শিল্পের অভাব, পরিযায়ী শ্রমিকের দুর্দশা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা, বন্যা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- বিহার ভোটের ইস্যু এবার বৈচিত্র্যে ভরা। তারই মধ্যে ভোটের আগে বিভিন্ন কারণে বর্তমান শাসকদলের জোট ছেড়েছে অনেক দলই। এলজেপির চিরাগ পাসোয়ান যেমন ভোট একটি ফ্যাক্টর। তেমন আরজেডির তেজস্বী যাদব নীতীশ কুমারকে কড়া টক্কর দিবে বলে মত। রাজনৈতিক বিশেষজ্ঞদের এই পরিস্থিতিতে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ।

Previous articleশুভেন্দু কী করছেন? চর্চা কিন্তু বাড়তেই থাকছে
Next articleগণধর্ষণের শাস্তি হোক ফাঁসি, কেন্দ্রকে সুপারিশ কর্নাটক হাইকোর্টের