Sunday, August 24, 2025

উত্তরবঙ্গে আনাজ-ফলের বাজারে আগুন, পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই

Date:

লক্ষ্মীপুজোর প্রাক্কালে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ে শাক-সবজি, ফলের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তাতে মাথায় হাত পড়েছে বাসিন্দাদের। প্রায় সব জেলাতেই ধনেপাতার দর পৌঁছেছে ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি। সিম, পেঁয়াজকলি অল্প পরিমাণে দেখা যাচ্ছে। তার কেজি প্রায় ৪০০ টাকা। শিলিগুড়ির কিছু এলাকায় পেঁয়াজের দাম সেঞ্চুরিতে পৌঁছেছে। ১০০ টাকা কেজি পেঁয়াজ শুনে অনেকে আঁতকে উঠছেন।

বালুরঘাট জেলা সদরে আলুর দাম কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা। পেঁয়াজ ৮০-১০০ টাকা কেজি। কলা এক জনের দাম ৭০ টাকাও চাওয়া হচ্ছে। মালদহ শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। আলুর দাম কেজি প্রতি ৫০ টাকা। এক মুঠো মুলো শাকের দাম ২০ টাকা। আপেল, কলা, মুসুম্বি সবই গড় পরতায় ১২০-১৫০ টাকা কেজি।

শিলিগুড়িতে ফুলকপির কেজি প্রতি দাম ৮০-১২০ টাকা অবধি চাইছেন বিক্রেতারা। বাঁধাকপি ৭০-৮০ টাকা কেজি। কাঁচালঙ্কা ১৫০-১৮০ টাকা কেজি। শিলিগুড়িতে পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে। বিধান মার্কেটের কয়েকজন বিক্রেতা তো পেঁয়াজের দর ১০০ টাকা কেজি দরও হাঁকছেন।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও আলুর দর কেজি প্রতি ৫০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। ফলের দাম তো যে যেমন পারছেন চাইছেন বলে অভিযোগ। ফুলকপি, বাঁধাকপির দর ওই তিন জেলায় ১২০-১৫০ টাকা কেজি ও ৭০-৮০ টাকা কেজিও চাওয়া হচ্ছে।

দার্জিলিং ও কালিম্পং জেলায় স্বভাবতই সবজির দাম বেশি। তবে সেখানে স্থানীয় আলুর দাম ৪০ টাকা কেজি। লোকাল ফুলকপি, বাঁধাকপিও ১০০ টাকার মধ্যেই কেজিতে মিলছে। কিন্তু, আপেল, কলা, মুসুম্বি সেখানে প্রায় ১৫০-১৮০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version