Saturday, November 8, 2025

আমেরিকার সঙ্গে সামরিক জোট? কড়া আপত্তি জানাল বামেরা

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট আদৌ ভারতের স্বার্থ রক্ষা করবে না। এর তীব্র বিরোধী বামেরা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর ভারত সফরের পর যৌথ বিবৃতি দিয়ে ভারত- মার্কিন সামরিক জোট তৈরির উদ্যোগের বিরোধিতা করল সিপিএম ও সিপিআই। বাম দলগুলির বক্তব্য, দিল্লিতে চুক্তি করে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোটে আবদ্ধ হয়েছে তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং তা ভারতের জন্য আদৌ ইতিবাচক হবে না। বামেদের দাবি, এই পদক্ষেপ ভারতের স্বাধীন বিদেশ নীতি ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা যৌথ বিবৃতিতে বলেছেন, ২৭ অক্টোবর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীদের টু প্লাস টু বৈঠকে যে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে তা ভারতের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করবে এবং দীর্ঘমেয়াদে এদেশের জন্য ক্ষতিকর হবে। দুই বাম নেতার বক্তব্য, এই চুক্তির মাধ্যমে মার্কিন সেনাবাহিনী এবং তাদের কৌশলগত পরিকল্পনার খপ্পরে পড়ে গেল ভারত। কমিউনিকেশন এবং ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে দুদেশের পারস্পরিক বন্ধন ভারতের পক্ষে মোটেই অনুকূল হবে না। বরং এর ফলে ভারতের প্রতিরক্ষা কাঠামোর অখন্ডতা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর বিরূপ প্রভাব পড়বে। এমন চুক্তির ফলে মার্কিন যুদ্ধ সম্ভারের উপর ভারত নির্ভরশীল উঠবে।যুদ্ধাস্ত্রের প্রযুক্তি এবং ব্যবস্থাপনা এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। বাম দলগুলির যুক্তি, চিনের বিরুদ্ধে ভাবাবেগ উসকে দিয়ে এধরনের চুক্তি করতে ভারতকে বাধ্য করল আমেরিকা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেরই স্বার্থ পূরণ হবে।পাশাপাশি কেন্দ্রের কাছে দুই বাম দলের পরামর্শ, সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারত সরকারের উচিত চিনের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া।

আরও পড়ুন- ‘হিন্দুস্তানকো ঘুসকে মারা’, পুলওয়ামা হামলার দায় স্বীকার করে গর্ব পাক মন্ত্রীর!

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...