‘হিন্দুস্তানকো ঘুসকে মারা’, পুলওয়ামা হামলার দায় স্বীকার করে গর্ব পাক মন্ত্রীর!

জম্মু -কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালানোর কৃতিত্ব দাবি করলেন পাকিস্তানের মন্ত্রী! এমনকী তার জন্য গর্ব প্রকাশও করলেন। বৃহস্পতিবার খোদ পাক পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর নির্লজ্জ স্বীকারোক্তি, ” হামনে হিন্দুস্তান কো ঘুসকে মারা।” অর্থাৎ আমরা ভারতে ঢুকে মেরেছি। মন্ত্রী বলেন, পুলওয়ামার সাফল্য ইমরান খানের নেতৃত্বে গোটা দেশের সাফল্য। আমরা সবাই এই সাফল্যের ভাগিদার। স্বয়ং মন্ত্রীর এই বিস্ফোরক স্বীকারোক্তির ফলে সর্বসমক্ষে আরও একবার স্পষ্ট হল, পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার জন্য দায়ি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানই। ঘটনার পর চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড মেনে ইমরান খানের প্রশাসন তখন দায় অস্বীকার করলেও হাটে হাঁড়ি ভেঙে দিলেন তাঁর সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। আর পাক মন্ত্রীর এই স্বীকারোক্তির পর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ তথা পুলওয়ামার ঘটনা সম্পর্কে পাক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো সহজ হবে ভারতের পক্ষে।

আরও পড়ুন: দার্জিলিং অথবা ডুয়ার্সে ফিরতে চান গুরুং, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার ইচ্ছে প্রকাশ বিনয়-অনীতের

প্রসঙ্গত, জম্মু – কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন এদেশের ৪০ জন জওয়ান। ঘটনার পর পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ হামলার দায় নিলেও পাক প্রশাসন এর সঙ্গে নিজেদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করে। যদিও শুরু থেকেই ভারতের অভিযোগের তির ছিল ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এবার স্বয়ং পাক মন্ত্রীই নিজেদের সরকারের মিথ্যাচার ও ঘৃণ্য ষড়যন্ত্র ফাঁস করলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু দায় স্বীকারই নয়, উল্টে ভারতীয় জওয়ানদের খুন করাকে সাফল্য হিসাবে বর্ণনা করে কৃতিত্বও দাবি করলেন। স্বভাবতই এই বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Previous articleরাজ্যপালের দিল্লির বৈঠক এক্তিয়ার বহির্ভূত, মন্তব্য প্রদীপ-সুজনের
Next articleআমেরিকার সঙ্গে সামরিক জোট? কড়া আপত্তি জানাল বামেরা