Thursday, August 21, 2025

১২ বছর ছবি টাঙিয়ে রাখা হোক, সরকারি আধিকারিকদের ভূমিকায় অসন্তুষ্ট নীতিন

Date:

Share post:

কর্তব্যে গাফিলতির অভিযোগে সরকারি কর্মীদের একহাত নিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। জাতীয় সড়ক তৈরিতে অযথা দেরি হওয়ায় সরকারি কর্মীদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পরিবহন মন্ত্রীর বক্তব্য, যে আধিকারিকদের জন্য কাজ ১২ বছর ধরে পিছিয়ে গিয়েছে, তাঁদের ছবি সরকারি বিল্ডিং-এ ১২ বছর টাঙিয়ে রাখা হোক।

বুধবার ভিডিও কনফারেন্সে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি বহুতল উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। ওই অনুষ্ঠানেই গড়করি বলেন, যে অফিসারদের জন্য কাজে দেরি হচ্ছে তাঁদের ছবি এই বহুতলে টাঙিয়ে রাখা হোক। যে আধিকারিকরা কাজ করছেন না, তাঁদের নন পারফর্মিং অ্যাসেট বলেও কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘যাদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ আছে, সেই নন পারফর্মিং অ্যাসেটদের বাইরে যাওয়ার রাস্তা দেখানো উচিৎ। এরা কাজকর্মে বিভ্রান্তি ও বাধা দেয়।’’

ওই বহুতলের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০০৮ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। ২০১১ সালে টেন্ডার ডাকা হয়। তারও ৯ বছর পর কাজ শেষ হলো। এদিন নীতিন গড়করি আরও বলেন, ‘‘এনএইচএআই অকর্মণ্য, অপদার্থ ও দুর্নীতিগ্রস্থ লোকে ভর্তি। এদের হাতে ক্ষমতা অনেক বেশি। আর তারই অপব্যবহার হচ্ছে। মন্ত্রক নির্দেশ দেওয়ার পরেও এরা ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয়। এই অক্ষম আধিকারিকদের বিদায় করে দেওয়ার সময় এসে গিয়েছে। অনেক সৎ মানুষ আছেন কাজ করার জন্য। তাঁদের সমর্থন করা উচিৎ। তা না হলে তাঁরা ঠিকমতো কাজ করতে পারবেন না।’’

আরও পড়ুন:মোদির জন্যই এই হাল, ভোটের বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...