Wednesday, August 27, 2025

১২ বছর ছবি টাঙিয়ে রাখা হোক, সরকারি আধিকারিকদের ভূমিকায় অসন্তুষ্ট নীতিন

Date:

কর্তব্যে গাফিলতির অভিযোগে সরকারি কর্মীদের একহাত নিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। জাতীয় সড়ক তৈরিতে অযথা দেরি হওয়ায় সরকারি কর্মীদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পরিবহন মন্ত্রীর বক্তব্য, যে আধিকারিকদের জন্য কাজ ১২ বছর ধরে পিছিয়ে গিয়েছে, তাঁদের ছবি সরকারি বিল্ডিং-এ ১২ বছর টাঙিয়ে রাখা হোক।

বুধবার ভিডিও কনফারেন্সে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি বহুতল উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। ওই অনুষ্ঠানেই গড়করি বলেন, যে অফিসারদের জন্য কাজে দেরি হচ্ছে তাঁদের ছবি এই বহুতলে টাঙিয়ে রাখা হোক। যে আধিকারিকরা কাজ করছেন না, তাঁদের নন পারফর্মিং অ্যাসেট বলেও কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘যাদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ আছে, সেই নন পারফর্মিং অ্যাসেটদের বাইরে যাওয়ার রাস্তা দেখানো উচিৎ। এরা কাজকর্মে বিভ্রান্তি ও বাধা দেয়।’’

ওই বহুতলের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০০৮ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। ২০১১ সালে টেন্ডার ডাকা হয়। তারও ৯ বছর পর কাজ শেষ হলো। এদিন নীতিন গড়করি আরও বলেন, ‘‘এনএইচএআই অকর্মণ্য, অপদার্থ ও দুর্নীতিগ্রস্থ লোকে ভর্তি। এদের হাতে ক্ষমতা অনেক বেশি। আর তারই অপব্যবহার হচ্ছে। মন্ত্রক নির্দেশ দেওয়ার পরেও এরা ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয়। এই অক্ষম আধিকারিকদের বিদায় করে দেওয়ার সময় এসে গিয়েছে। অনেক সৎ মানুষ আছেন কাজ করার জন্য। তাঁদের সমর্থন করা উচিৎ। তা না হলে তাঁরা ঠিকমতো কাজ করতে পারবেন না।’’

আরও পড়ুন:মোদির জন্যই এই হাল, ভোটের বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

 

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version