রাজনৈতিক নেতার মতোই মন্তব্য রাজ্যপালের, কটাক্ষ তৃণমূল মহাসচিবের

রাজ্যের আইনের শাসন আছে বলেই এখানে গণতন্ত্র বেঁচে আছে। কিন্তু রাজ্যপাল যেভাবে রাজনৈতিক মুখপাত্র হয়ে উঠেছেন, তাতে ওনার উদ্দেশ্য নিয়ে সবাই উদ্বিগ্ন। জগদীপ ধনকড়ের বক্তব্য নিয়ে মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: মুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করল নির্বাচন কমিশন

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক আদেশ পালন করতেই ব্যস্ত পুলিশ। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশের মাধ্যমে শাসন চালানো হচ্ছে। বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মন্তব্য করেন, “বাংলায় কীভাবে সুষ্টু নির্বাচন হবে তা নিয়ে আমি উদ্বিগ্ন” এরপরেই পার্থ চট্টোপাধ্যায় বলেন বাংলা নয়, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। এরপরেই তৃণমূল মহাসচিব বলেন, রাজ্যপাল যে ধরনের রাজনৈতিক মন্তব্য করছেন, সেটা রাজনৈতিক নেতার মতই।

Previous articleমুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করল নির্বাচন কমিশন
Next articleরাজ্যপালের দিল্লির বৈঠক এক্তিয়ার বহির্ভূত, মন্তব্য প্রদীপ-সুজনের