Saturday, August 23, 2025

রাজ্যপালের দিল্লির বৈঠক এক্তিয়ার বহির্ভূত, মন্তব্য প্রদীপ-সুজনের

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং তারপর সাংবাদিক বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। দুই রাজনৈতিক নেতার মতে, রাজ্যপালের দিল্লিতে এই দুই বৈঠক এক্তিয়ার বহির্ভূত।

সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘সাংবিধানিক একটি পদ রাজ্যপাল। সাংবাদিক বৈঠক ডাকা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। রাজ্যপালের কোনও বক্তব্য থাকলে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাতে পারেন। রাজ্যপাল পদটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিষোদগার করাটা বিজেপির কাজ হতে পারে। এটা রাজ্যপালের কাজ নয়।’’ তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, বিজেপির এক্তিয়ারে যে রাজ্যগুলি আছে সেখানে ভালো কাজ হচ্ছে তো? ত্রিপুরায়, উত্তরপ্রদেশে, গুজরাত এ কী হচ্ছে? কাফিল খান কত দিন জেলে কেন? জেএনইউ ছাত্র, আলিগড়ের ছাত্র, অধ্যাপক বুদ্ধিজীবীরা জেলে যাচ্ছেন কেন? পশ্চিমবঙ্গের যে রকম পরিস্থিতি হোক না কেন রাজ্যপাল যা করেছেন এটা তাঁর কাজ নয় বলে মনে করেন সুজন চক্রবর্তী। তাঁর কথায়,  ‘‘রাজ্যপাল পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে রাজ্যের বদনাম করছেন।’’

একই সুর শোনা গেল কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের গলাতেও। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘ যে কোনও রাজ্যের রাজ্যপাল দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু রাজ্যের পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেওয়ার আগে সংবিধান মেনে উচিৎ। রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনা প্রয়োজন। সংবিধান অনুযায়ী রাজ্যের আইন শৃঙ্খলা ভালো না খারাপ সে সম্পর্কে মতামত দেওয়ার অধিকার রাজ্যপালের কাছে কতটা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, ‘‘রাজ্যপাল যে মতামত দেবেন তা যেন কখনই পক্ষপাতদুষ্ট না হয়। আজকের যে ঘটনা ঘটলো তা নিয়ে দ্বিধা থেকেই যায়।  সাংবিধানিক পেরিফেরি অতিক্রম করে যে মন্তব্য রাজ্যপাল করেছেন তা করা উচিৎ হয়নি। রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করাও কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে।’’

প্রসঙ্গত, দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপরই মিনিট ২০ বৈঠক সেরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। চেনা ভঙ্গিতে ফের রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বৈঠকে বলেন, ‘‘দেশের সংবাদমাধ্যমের জানা উচিৎ পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন। এখানে বারবার আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশ হাত গুটিয়ে বসে আছে। তাঁর জিজ্ঞাসা,  রাজনৈতিক আদেশ পালন করাই কি পুলিশের কাজ? বারবার প্রশাসনকে চিঠি দিয়েছি। কিন্তু প্রশাসন উত্তর দেওয়ার প্রয়োজনবোধ করেনি। পুলিশের মাধ্যমে শাসন চলছে বলেও তাঁর অভিযোগ।’’

আরও পড়ুন:রাজনৈতিক নেতার মতোই মন্তব্য রাজ্যপালের, কটাক্ষ তৃণমূল মহাসচিবের

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version