লক্ষ্মী ভাঁড় ভেঙে দুঃস্থ কোভিড আক্রান্তদের সাহায্য করলো সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

স্বামীজীর পাড়া বলে পরিচিত। সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। পিপিই পরে মহিলা বাহিনীর ভোগ রান্না পাড়ার লক্ষ্মীপুজোর। পিপিই পরে আলপনা। পাড়ার লক্ষ্মীদের সঞ্চয়ের এগারোটা লক্ষ্মী ভাঁড় ভেঙে দুঃস্থ কোভিড আক্রান্তদের সাহায্য করা হয়। অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসায় তা ব্যয় করা হয়। মা লক্ষ্মীর
ভোগের সঙ্গে দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজারও।

আরও পড়ুন- আইএসএল: প্রথম ম্যাচেই মাঠে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গলের অভিষেক কবে?