Friday, December 19, 2025

কেরলে কুস্তি, বাংলায় দোস্তি: কংগ্রেস সম্পর্কে সিদ্ধান্ত নিল সিপিএম

Date:

Share post:

২০২১ সালে বিধানসভা ভোট হবে বাংলা ও কেরল দুই রাজ্যেই। আর এই দুই রাজ্যের নির্বাচনে কংগ্রেস সম্পর্কে সম্পূর্ণ উল্টো নীতি নিল সিপিএম। কেরলে যেখানে সিপিএমের মূল প্রতিপক্ষ কংগ্রেস, সেখানে বাংলায় সেই কংগ্রেসের সঙ্গেই নির্বাচনী জোট করবে সিপিএম। সম্পূর্ণ বিপরীতমুখী এই অবস্থানে সায় দিয়েছে সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি। ফলে কেরলে কংগ্রেসের সঙ্গে সম্মুখ সমরে নামলেও এরাজ্যে যে সেই কংগ্রেসের সঙ্গেই জোট হচ্ছে তা অনুমোদিত করেছে কেন্দ্রীয় কমিটি। পলিটব্যুরোর পর এবার কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ায় বাংলার বিধানসভা নির্বাচনে সিপিএম- কংগ্রেস জোট আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। এতে সামিল হবে অন্য বাম দল ও সমমনস্ক গণতান্ত্রিক শক্তি। বর্তমান সময়ে অস্তিত্ব রক্ষার লড়াই কঠিন বুঝে সিপিএমের প্রকাশ কারাত লবিও নীতি-আদর্শ নিয়ে বেশি কচকচানির পথে হাঁটেনি। এর ফলে আরও একটা বিষয় পরিষ্কার হল। তা হচ্ছে, ২০১৬তে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পরে দলের অন্য রাজ্য ইউনিটগুলির যে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এবার অন্তত তার পুনরাবৃত্তি হবে না। একইসঙ্গে, অন্য দলের বিরুদ্ধে ‘কেন্দ্রে দোস্তি, বাংলায় কুস্তি’ বলে যে কটাক্ষ ছুড়তেন সিপিএম নেতারা, কেরল ও বাংলার বিপরীতমুখী অবস্থানের সৌজন্যে তা নিয়ে কথা বলার নৈতিক অধিকার আর থাকল না তাঁদের। আদর্শের চেয়ে অস্তিত্ব রক্ষার দায় যে ঢের বড়, বর্তমান পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সিপিএম।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, কেরলের ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সর্বশক্তি নিয়ে লড়বে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের বিরুদ্ধে। অন্যদিকে বাংলায় তৃণমূল ও বিজেপি বিরোধিতার স্বার্থে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে জোট হবে কংগ্রেস ও অন্যান্য গণতান্ত্রিক দলের। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে ও কংগ্রেসের ইউপিএর সঙ্গে জোট করবে সিপিএম। বিজেপিকে ঠেকাতে অসমেও প্রয়োজন হলে কংগ্রেসের হাত ধরবে সীতারাম ইয়েচুরির দল। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তের পর আগামী বছর রাজ্যে রাজ্যে রাহুল গান্ধী ও ইয়েচুরিদের কোথাও বন্ধু ও কোথাও শত্রু হিসাবে দেখবে আমজনতা।

 

spot_img

Related articles

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...