স্বভাবজাতভাবে মা সবসময় তাঁর ভূমিকা পালন করে থাকেন। পৃথিবীর সব মানুষের ক্ষেত্রেই এই কথা সত্যি। যে কোনও পরিস্থিতিতেই সন্তানের পাশে থাকেন তার মা। তবে শুধুই কি নিজের সন্তানের জন্য সেই দায়িত্ব পালন করেন মা?

না, নিজের সন্তান ছাড়াও সন্তানস্নেহে শিশুকে যত্ন করে থাকেন কেউ কেউ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা আবারও প্রমাণিত হলো। একটি বাঘের ছানাকে সন্তানস্নেহে দুধপান করাচ্ছে একটি ওরাংওটাং। ওরাংওটাং- এর চারপাশে রয়েছে আরও বেশ কয়েকটি বাঘের ছানা। তাদের সঙ্গে খেলছে ওরাংওটাং। কখনও তাদের আদর করছে, কখনও তাদের মাথায় চড়িয়ে খেলছে। মায়ের কোল খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা বাঘের ছানারাও। মা হিসেবে কর্তব্য পালনের পাশাপাশি তাদের বন্ধু, খেলার সঙ্গী হয়ে উঠেছে সে।


আরও পড়ুন-বৈষ্ণোদেবী ভক্তদের জন্য সুখবর, বাড়ানো হলো দর্শনার্থীদের সংখ্যা
