আর কতদিন সহ্য করতে হবে? কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন কাশ্মীরি পণ্ডিতদের

কাশ্মীরের ভূমি সংস্কার আইন নিয়ে এবার মোদি সরকারকে নিশানা কাশ্মীরি পণ্ডিতদের। আইন কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জম্মু–কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপি থেকে ন্যাশনাল কনফারেন্স।

কাশ্মীরি পণ্ডিতদের বক্তব্য, ” এই আইন কার্যকর করে কফিনের শেষ পেরেক পুঁতল মোদি সরকার। ঘরে ফেরা আরও কঠিন হয়ে গেল। এ বিষয়ে ‘রিকনসিলেশন, রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্র‌্যান্টস’‌ সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার বলেন, “গত ৩১ বছর ধরে অপেক্ষা করছি। নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করল না। উপরন্তু কাশ্মীরের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।” এই পরিস্থিতিতে মন্দির, ধর্মীয়–স্থল, সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের প্রতিষ্ঠানগুলির দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের দাবি, নয়া জমি আইন নিষিদ্ধ করে ঘরে ফেরার ব্যবস্থা করুক সরকার।

আরও পড়ুন-নির্বাচন পর্বেই বিহারে অভিযান আয়কর বিভাগের, বাজেয়াপ্ত বিপুল টাকা, গয়না

Previous articleব্যান্ডেলে প্রতারিতর জালেই প্রতারক, ঠাঁই শ্রীঘরে
Next articleকান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর