ধুমধাম করে বাড়িতে চলছিল কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনায় জ্বলছিল প্রদীপ। কিন্তু সেই প্রদীপ কাল হয়ে গেলো। প্রদীপের লেলিহান শিখাই কেড়ে নিল বাড়ির গৃহলক্ষ্মীর প্রাণ। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যাদবপুরের ইব্রাহিমপুর রোডে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার সন্ধেয় পুজোর তোড়জোড় করছিলেন গৃহকর্তৃ দোলা মিত্র (৬৩)। সেই সময় বেখেয়ালে প্রদীপের শিখা থেকেই আগুন ধরে যায় তাঁর সিল্কের শাড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায় তাঁরা গোটা শরীরে। পুড়ে যায় শরীরের প্রায় ৮৫ শতাংশই। আত্মীয়-পরিজন ও স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ওসিবি ওয়ার্ডে ভর্তিও করে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। আজ, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ তিনি দোলাদেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন-ভরদুপুরে সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন
