সন্ধ্যা থেকেই শীতের আমেজ পাবে বাঙালি, বলছে হাওয়া অফিস

ঠিক কবে থেকে এ রাজ্যে পড়বে শীত? গত কয়েক সপ্তাহ ধরে বাঙালির ঘরে ঘরে কান পাতলেই শোনা যাচ্ছিল এমন আলোচনা। অবশেষে জল্পনার অবসান ঘটলো আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়তে পারে শীত। সেক্ষেত্রে রাতের দিকের তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির নিচে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামবে। তবে সকাল-সন্ধ্যা ঠান্ডা আমেজ থাকলেও বাতাসে জলীয়বাষ্প-এর জন্য দুপুরের দিকে তা অনুভূত হবে না।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।