একই দড়িতে ঝুলছে দম্পতি! হাড়হিম করা আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য পর্ণশ্রীতে

শহরে ফের জোড়া আত্মহত্যার ঘটনা। এবার ঘটনা বেহালা পর্ণশ্রী এলাকার। এক দম্পতির আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১২৮ নম্বর ওয়ার্ডের বেচারাম চ্যাটার্জি রোডের একটি ভাড়াবাড়ির ঘর থেকে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, দিন তিনেক আগে পর্ণশ্রী থানা এলাকার একটি বাড়িতে রাজু মন্ডল ও তাঁর স্ত্রী রিঙ্কি মন্ডল ভাড়া নেন। এরপরই আজ, মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকির পরেও ওই দম্পতি সাড়া দেননি। সন্দেহ হওয়ায় দরজা ভাঙলে দেখা যায়, স্বামী-স্ত্রী দুজনেই আত্মঘাতী হয়েছে। একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী হয়েছে যুগল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিঙ্কি মন্ডলের বাড়ি উস্থিতে। আর রাজু মন্ডলের বাড়ি জোকাতে।

বাড়ির মালিকের বয়ান অনুযায়ী, দিন কয়েক আগেই স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাজু মন্ডল এবং রিঙ্কু মন্ডল নামে এই ওই যুবক-যুবতী ঘর ভাড়া নিয়েছিল। নিজেরা ঘরে রান্না না করে হোম ডেলিভারিতে খাবার আনতেন।

এদিকে ওই যুবক-যুবতী প্রকৃতই স্বামী-স্ত্রী কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। বাড়ি মালিক জানিয়েছেন, দুই পরিবারের কেউই তাঁদের বিয়ে ও বিবাহিত সম্পর্ক মানছেন না বলে জানিয়েছিলেন রিঙ্কি মণ্ডল। আত্মহত্যার পিছনে পারিবারিক কোনও চাপ ছিল কিনা, বাইরে থেকে কোনও প্ররোচনা ছিল কিনা, সবদিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : মন্তেশ্বরের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু স্ত্রী-ছেলে সহ আরপিএফ কর্মীর