Friday, May 16, 2025

ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা

Date:

Share post:

সপ্তাহ দুয়েক আগে ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে বসেছেন জেসিন্ডা আর্ডের্ন। এবার আর্ডের্নের মন্ত্রিসভায় ভারতীয় মুখ। ৪১ বছরের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনকে যুবকল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের কেরলের বাসিন্দা প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী হলেন।

প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনের জন্ম চেন্নাইয়ে৷ তবে তাঁর পরিবার থাকে কেরলে ৷ সিঙ্গাপুরে তিনি নিজের স্কুলের পড়াশোনা শেষ করেন। এরপর স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে যান৷ সেখানে সক্রিয় রাজনীতিতেও ঢুকে পড়েন ৷ নিউজিল্যান্ড লেবার পার্টির তিনি একজন জনপ্রিয় মুখ ৷ এবার নতুন দায়িত্ব পেয়ে গেলেন ভারতের মেয়ে প্রিয়াঙ্কা ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন ছাড়া আরও চারজনকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে প্রিয়াঙ্কা নিজের কর্মজীবনে অসহায় মানুষদের জন্যই কাজ করেছেন। বিশেষত গার্হস্থ্য নির্যাতনের শিকার হওয়া মহিলা ও বঞ্চিত হওয়া পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করতেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হলেও ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন৷ ২০১৯ সালে নিযুক্ত হন মিনিস্টার ফর এথনিক কমিউনিটির পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পদে। আর এবার তিনি ঢুকে পড়লেন আর্ডের্নের মন্ত্রীসভায় ৷ বেশ কিছু বছর ধরেই নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা রাধাকৃষ্ণন৷ প্রিয়াঙ্কার স্বামী রিচার্ডসন নিউজিল্যান্ডেরই বাসিন্দা৷ তিনি একটি আইটি ফার্মে কর্মরত ৷ বর্তমানে তাঁর স্বামীও যোগ দিয়েছেন তাঁরই দল লেবার পার্টিতেই৷

আরও পড়ুন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা ৭ শর্তে

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...