ঋদ্ধির ব্যাটে স্বপ্নভঙ্গ কলকাতার! প্লে-অফে ওয়ার্নাররা, ছিটকে গেল কলকাতা

মুম্বই ইন্ডিয়ান্স – ১৪৯/৮
সানরাইজার্স হায়দরাবাদ – ১৫১/০

১০ উইকেটে জয়ী সান রাইজার্স হায়দরাবাদ

লীগের শেষ তিন ম্যাচে ব্যাক টু ব্যাক জিতে মরসুমের অন্যতম যোগ্য দল হিসেবে প্লে-অফের টিকিট আদায় করল সান রাইজার্স হায়দরাবাদ। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এক বঙ্গ সন্তান, জাতীয় টেস্ট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। শেষ দুই ম্যাচে হায়দরাবাদের জয়ে সবচেয়ে বড় অবদান তাঁরই।

মঙ্গলবার শারজায় লীগের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে তিন নম্বরে লীগ শেষ করল হায়দরাবাদ৷ রান রেটে বেঙ্গালুরুকেও পিছনে ফেলে দিল ওয়ার্নাররা। সমসংখ্যক ম্যাচ জিতেও রান রেটে পিছিয়ে থেকে কেকেআর বিদায় নিল ত্রয়োদশ আইপিএল থেকে।

‘মাস্ট উইন’ ম্যাচে প্রথমে মুম্বইকে ১৪৯ রানের মধ্যে বেঁধে ফেলে হায়দরাবাদ। ১৫০-এর লক্ষ্যে নেমে ওয়ার্নার বাহিনী বিনা উইকেটে ম্যাচ জিতে নেয়। দুরন্ত ব্যাটিং করলেন হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার(৮৫) ও ঋদ্ধিমান সাহা(৫৮)। দু’জনই অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

Previous articleরাহুলের সাংসদ পদ বাতিলের আবেদন খারিজ, আবেদনকারীকেই জরিমানা সুপ্রিম কোর্টের
Next articleঅমিত সফর: পেটপুজো আদিবাসী-মতুয়া বাড়িতে, ঠাকুর পুজো দক্ষিণেশ্বরে