Saturday, November 15, 2025

রাজ্য সফরে এসে বাংলার বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাই হন্যে হয়ে ‘বিশিষ্ট মুখ’ খুঁজছে বাংলার ‘তৎকাল’ বিজেপি৷ দলের শীর্ষ নেতা অমিত শাহের রাজ্য সফরে আসার কথা বুধবার৷ শাহ না’কি বলেছেন, এ রাজ্যের কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলতে চান তিনি, যদিও অসুস্থ অমিত শাহের চূড়ান্ত সফরসূচি এখনও হাতে পায়নি রাজ্য নেতারা৷ তবুও খোঁজ চলছে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক জাতীয় বিশিষ্ট মানুষের৷ তাঁদের বসানো হবে শাহের সামনে৷ অমিত শাহ তাঁদের সঙ্গে আলোচনা করবেন বিভিন্ন বিষয়ে৷

এই খোঁজেই সোমবার কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং অর্জুন সিং পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি৷ পণ্ডিতজির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বিজেপি নেতারা৷ সূত্রের খবর, গান নিয়েও কথা হয়েছে৷ বিজেপি-বিরোধী শিবির কটাক্ষ করে বলছে, পণ্ডিত অজয় চক্রবর্তী গান বা রাগ বলতে যা বোঝেন আর অর্জুন সিং যা বোঝেন, তাতে বিস্তর ফারাক আছে৷ অর্জুনের কাছে গান মানে Gun, রাগ মানে ক্রোধ ৷ তবুও নাকি ‘আলোচনা’ হয়েছে৷

রাজনৈতিক মহল বলছে, অনেকদিন ধরেই বঙ্গ- বিজেপি’র সব গোষ্ঠী আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও সেই অর্থে প্রকৃত বাঙালি বুদ্ধিজীবীরা এখনও গেরুয়া রং সম্পর্কে ততখানি উৎসাহ দেখাননি৷ ফলে বিজেপির কাছাকাছিও আসেননি। কিন্তু চেষ্টা চলছেই৷ বিশিষ্টদের কাছে পৌঁছানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছেন না দলের নেতারা। শাহি-সফরকে সামনে রেখে ফের সেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন পদ্ম-নেতাদের একাংশ। সাম্প্রতিক অতীতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে পৌঁছনোর জন্য বিজেপি একাধিক কর্মসূচিও নিয়েছিলো। সভা-সেমিনারের আয়োজনও করেছিলেন। কিন্তু কোনও চেষ্টাই সেভাবে ‘ক্লিক’ করেনি৷ বাঙালি বুদ্ধিজীবীরা এখনও বিজেপির কাছাকাছি আসতে চাইছেন না৷

ওদিকে, সূত্রের খবর, এই ‘বিশিষ্ট মানুষ’ খোঁজা নিয়েও দলের অভ্যন্তরে মন কষাকষি বহাল৷ আর কাউকে সুযোগ না দিয়ে ‘টিম-কৈলাস’-ই এই দায়িত্ব নিয়ে ফেলেছেন৷ দলের অন্য অংশ এতে যারপরনাই ক্ষুব্ধ ৷ মুকুল রায় কিছু বিশিষ্টকে চিনলেও, কৈলাস বা অর্জুনের সঙ্গে ঠিক কতজন বুদ্ধিজীবীর পরিচয় আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই৷
তবুও শাহি-সফরের স্টিয়ারিং হাতে রাখতে তৎকাল-বিজেপি অতিসক্রিয়৷ জানা গিয়েছে, একজন কবি বা সাহিত্যিকের সঙ্গেও কথা বলেছেন বিজয়বর্গীয়রা৷ শাহি-সফরের কনফার্মেশন এখনও কলকাতায় না এলেও তৈরি থাকতে চাইছে টিম-কৈলাস৷

আরও পড়ুন-গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল- বৈঠকের আগে সুর চড়ালেন বিনয়

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version