অফিস টাইমে হাওড়া-শিয়ালদা মিলিয়ে 200 ট্রেন চালানো হবে। নবান্নে রেল-রাজ্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য সময় কতগুলি ট্রেন চালানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল বলে নবান্ন সূত্রে খবর।

লোকাল ট্রেন চালানোর নিয়ে বুধবার নবান্নে রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ফের বৈঠক করে রাজ্য সরকারের। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার, রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই বৈঠকে বসেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসনসংখ্যার ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলবে। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব মানতেই হবে। প্রথমে ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন দিয়ে লোকাল ট্রেন চালুর কথা বলা হয়। পরে ২৫% ট্রেন চালানোর ভাবনা। এখন সমগ্র বিষয়টির রূপরেখা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন:চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন
