চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন

কালীপুজোর আগেই বিপর্যয়।
চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন। দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে, কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। এখনও পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছে দমকলের 4টি ইঞ্জিন।

আরও পড়ুন : “এবার কালীপুজোয় বাজি ফাটাবেন না”- রাজ্যবাসীর কাছে এমন আবেদন কেন মুখ্যসচিবের?

কারখানায় মজুত থাকা বাজিতেই আগুন লেগেছে বলে অনুমান। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের সঙ্গে ঘটনাস্থলেই রয়েছেন বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন : করোনার জের : বাজি-পটকা নিষিদ্ধ করা হল রাজ্যে

মঙ্গলবারই কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কারণ, বাজি থেকে ছড়ানো দূষণ কোভিডের ক্ষেত্রে মারাত্মক। কালীপুজোয় বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। এই কারণে বাজি বিক্রিতে আশঙ্কার মেঘ দেখছেন ব্যবসায়ীরা। তার মধ্যেই চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে স্বাভাবিকভাবেই মাথায় হাত তাঁদের। কারখানায় আগুন লাগায় কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা।

Previous articleভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের
Next articleআইপিএলের প্লে অফে কে খেলবে কার বিরুদ্ধে জানেন?