Friday, May 16, 2025

মথুরার মসজিদে হনুমান চল্লিশা পাঠ, ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪

Date:

Share post:

উত্তরপ্রদেশের মাটিতে ফের একবার বেড়ে উঠলো ধর্মীয় উত্তেজনা। মথুরায় ইদগা মসজিদের ভিতরে ঢুকে হনুমান চল্লিশা পাঠ করল চার যুবক। এই ঘটনায় ওই চার যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই চারজন যুবকের নাম সৌরভ লাম্বারদর, কানহা, রাঘব এবং কৃষ্ণ ঠাকুর। যদিও অভিযুক্তদের দাবি, ধর্মীয় অশান্তি নয় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি তৈরীর উদ্দেশ্যে এই কাজ করেছে তারা।

সম্প্রতি নন্দ বাবা মন্দিরে খোদাই খিদমতগার সংগঠনের ফয়জল খান নমাজ পড়ার অভিযোগে গ্রেফতার হন। সেই ঘটনার পরই হিন্দুত্ববাদী সংগঠনের তরফে উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে মথুরা পুলিশ সুপার শিরীশ চন্দ্র জানান, সোশ্যাল মিডিয়া মারফত জানা যায় কয়েকজন যুবক গোবর্ধন এলাকার ইদগাতে ঢুকে হনুমান চল্লিশা পাঠ করছে। এর জেরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় আটক করা হয় ওই যুবকদের। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ওই যুবকরা দাবি করেছে, ফয়জল খানের তরফে মন্দিরে নামাজ পড়ার ঘটনায় উদ্বুদ্ধ হয়েই এই কাজ করেছে তারা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী

প্রসঙ্গত, রবিবার মথুরার নন্দভবন মন্দিরে নমাজ পড়ার অভিযোগ ওঠে স্থানীয় ফয়জল খান সহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত কানহা গোস্বামীর অভিযোগের ভিত্তিতে ফয়জল ও তার তিন সঙ্গী চাঁদ মহম্মদ, অলোক রতন ও নীলেশ গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সোমবার দিল্লি পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ দুজন মন্দিরের ভিতর নামাজ পড়ছিলেন এবং বাকি দুজন ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। চারজনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...