আরিজোনায় ঐতিহাসিক জয় বাইডেনের

বরাবরই কট্টর রিপাবলিকান ঘাঁটি বলে পরিচিত আরিজোনা। আমেরিকার নির্বাচনে সেখানে থাবা বসালেন ডেমোক্র্যাটিক দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন। ১৯৪৮ সালের পর থেকে আরিজোনায় জয়ী হয়েছেন শুধুমাত্র রিপাবলিকান প্রার্থীরা। হাওয়াই-তেও জয় জো বাইডেনের।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বাইডেন ২৩৮ এবং ট্রাম্প ২১৩। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটিক দল। মার্কিন মুলুকের উইসকনসিন, পেনসিলভানিয়া, মিচিগান এই শিল্পনগরী এই ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনী লড়াইয়ে নির্ণায়ক ভূমিকা পালন করবে যে ১২ টি ব্যাটেল গ্রাউন্ড স্টেট তার মধ্যে সংশ্লিষ্ট তিন জায়গা অন্যতম।

আরও পড়ুন:ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Previous articleএবারের রাজ্য সফরেও মধ্যাহ্নভোজে জনসংযোগ অমিতের
Next articleনবান্নে উদ্বাস্তুদের পাট্টা বিলি