এবারের রাজ্য সফরেও মধ্যাহ্নভোজে জনসংযোগ অমিতের

রাজ্য সফরে এসে চতুরডিহি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাত সাড়ে আটটায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে রাজারহাট থেকে বাঁকুড়া যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শহর লাগোয়া পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেবেন। এরপর রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। দুপুরে চতুরডিহিতে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি। মধ্যাহ্নভোজের পর ফের রবীন্দ্রভবনে বৈঠক। বৃহস্পতিবার ফিরে আসছেন কলকাতা।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেল  বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর প্রশংসার মধ্যেই পাহাড়-উত্তরবঙ্গ নিয়ে উদ্বেগ রাজ্যপালের

Previous articleমাস্ক ছাড়া টিকিট দেবে না রেল, স্টেশনে প্রবেশেও নিষেধাজ্ঞা
Next articleআরিজোনায় ঐতিহাসিক জয় বাইডেনের