শ্রীরামপুরের দিল্লি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল লরি 

বৃহস্পতিবার সকালে হুগলির শ্রীরামপুরে বড় পথ দুর্ঘটনা (Road Accident in Srirampore)। যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক-সহ যাত্রীদের। এরপরই স্থানীয়রা দিল্লি রোড (Delhi Road) অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দননগর পুলিশের (Chandannagar Police Commissionerate) উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয়রা বলছেন এদিন সকালেএকটি টোটো চারজন যাত্রী নিয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল। শ্রীরামপুরের বাঙ্গিহাটির কাছে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। লরিচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। টোটোটি সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মারে। দুই লরির চাপে পিষে যায় মধ্যে থাকা টোটো। লক্ষ্মী সিং (৪০), ঋতিকা সিং (১৬) নামে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। ছোট মেয়ে নিধি সিং (৯) প্রাণে বেঁচে গেলেও তাঁর অবস্থা এতটাই গুরুতর যে প্রাথমিকভাবে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হলেও এই মুহূর্তে তাকে কলকাতার স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক শেখ হাসমত আলির।


 

Previous articleমনোনয়ন ঘিরে আলিপুরে ধুন্ধুমার, তৃণমূলের উপরে চড়াও হওয়ার অভিযোগ বামেদের বিরুদ্ধে
Next articleআচমকাই শারীরিক জটিলতা, প্রয়াত বলিউড পরিচালক