কলকাতার সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন ঘরের ছেলে ঋদ্ধিমান

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত মাত্র চারটি ম্যাচে সুযোগ পেয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা৷ চার ম্যাচে তাঁর রান ২১৪, স্ট্রাইক রেট ১৩৯.৮৬ ৷ এবারের আইপিএল-এ ঋদ্ধির ব্যাটিং গড় ৭১.৩৩৷ মঙ্গলবারও মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের প্লে অফে যাওয়া নিশ্চিত করেন ঋদ্ধি৷
কলকাতার বিরুদ্ধে সুযোগ পাওয়ার পর একমাসেরও বেশি সময় দলে সুযোগ পাননি ঋদ্ধি৷ দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে দলের মরণবাঁচন ম্যাচে সুযোগ পেয়েই ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করেন ৩২ বলে ৩৯ রান৷
অতীতেও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থেকেছে আইপিএল৷ ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১৫ রানের অপারজিত ইনিংস খেলেন তিনি৷ তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স-এ জায়গা হয় নি ঘরের ছেলে ঋদ্ধিমানের৷ উইকেটের পিছনেও ঋদ্ধি কতটা নির্ভরযোগ্য তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleনবান্নে উদ্বাস্তুদের পাট্টা বিলি
Next articleকঠিন সময় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর